অভিনেত্রী মানসী সিনহা ছবি পরিচালনা করছেন। এটাই তাঁর প্রথম পরিচালিত ছবি। ছবির নাম ‘এটা আমাদের গল্প’। সেই ছবির হাত ধরেই ছবির পরিচালনার জগতে পা রাখলেন মানসী। জমিয়ে শুটিং করছেন তারকা। ছবি নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। ছবিতে অভিনয় করছেন মানসীর ইন্ডাস্ট্রির আরও এক প্রতিভাময়ী অভিনেত্রী অপরাজিতা আঢ্য। প্রিয় বান্ধবীকে ভালবাসা ও শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন অপরাজিতা। বৃহস্পতিবার শুটিং ফ্লোর থেকেই ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে ছবির পরিচালক মানসী। নিজেদের লুকে ছবি দিয়েছেন। মাথায় পাকা চুলের উপস্থিতি। বলে রাখা ভাল, ছবিটি ‘বুড়ো বুড়ি দম্পতি’র। অপরাজিতাই গল্পের সেই ‘বুড়ি’।
ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “এটা আমাদের গল্প। পরিচালনায় আমার এই বান্ধবী আপনাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী মানষী সিনহা। অসাধারণ অভিনেত্রী। যদিও এটা ওর প্রথম ছবি। পরিচালক হিসেবেও বড়ই ভাল। কিন্তু সবচেয়ে বড় হল, ওর মনুষ্যত্ব ওর মানসিকতা, ওর জ্ঞান আর ওর শিক্ষা। ওর সঙ্গে আমার বন্ধুত্বের বড় কারণ, আমরা দুজনেই সত্যি বলতে ভয় পাই না। বরং ভালবাসি। সে কারওর পছন্দ হোক বা না হোক। তবে হ্যাঁ, ও সত্যিটা খুব মিষ্টি করে বলতে পারে আর আমি নিমপাতা মাখিয়ে।”
অপরাজিতা ছাড়াও ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। কী নিয়ে ছবি? আর কেনই বা লড়াই? কীসের অপমান? TV9 বাংলাকে মানসী আগেই বলেছেন, “মানুষ যে মুহূর্তে মনে করে এই মুহূর্তে আমার জীবন শেষ, সেই মুহূর্তে দুটি মানুষের দেখা হয় এবং নতুন করে বাঁচতে চান তাঁরা। বৃদ্ধ বয়সেও যে নতুনভাবে বাঁচা যায়, ভালবাসা যায়… সেই নিয়েই ছবি।” ছবির নায়ক-নায়িকা শাশ্বত ও অপরাজিতা।