Birsa Dasgupta: স্ত্রীদের ছবি পোস্ট করে নিজেকে এবং সৃজিত মুখোপাধ্যায়কে কেন ‘পাপী’ বললেন বিরসা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 25, 2023 | 1:23 PM

Tollywood: পুজোর আগে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'দশম অবতার'। সেটিও একটি থ্রিলার। '২২শে শ্রাবণ' এবং 'ভিঞ্চি'দার কিছু চরিত্রকে নিয়ে ফের ছবি তৈরি করছেন সৃজিত। তাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান, যিশু সেনগুপ্তরা।

Birsa Dasgupta: স্ত্রীদের ছবি পোস্ট করে নিজেকে এবং সৃজিত মুখোপাধ্যায়কে কেন পাপী বললেন বিরসা?
মিথিলা এবং বিদীপ্তা।

Follow Us

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন বাঙালি পরিচালক বিরসা দাশগুপ্ত। তাতে তিনি নিজের স্ত্রী এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী সম্পর্কে কিছু কথা লিখেছেন। ছবিতে বিরসার স্ত্রী অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী আলিগঙ্গন করছেন সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তাতে বেশ কষ্টই বোঝা যাচ্ছে, মিথিলা-বিদীপ্তার বন্ধুত্ব কতখানি। বিরসা ছবিটি পোস্ট করে লিখেছেন, “এই জন্মে পাপী হলেও, সৃজিত আর আমি আগের জন্মে নিশ্চয়ই কিছু পুণ্য করেছি”।

নিজেকের ‘পাপী’ বলেছেন বিরসা। একা নিজেকে নন, তিনি পাপী বলেছেন অপর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কেও। আসলে এ হল স্ত্রীর প্রতি সম্মান এবং ভালবাসার প্রদর্শন মাত্র। বিদীপ্তা এবং মিথিল দু’জনেই চুটিয়ে কাজ করছেন টলিউডে। কিছুদিন আগে সৃজিত-মিথিলার বিবাহবিচ্ছেদ নিয়ে রটেছিল নানা কথা। সৃজিত এবং মিথিল দু’জনেই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছিলেন। তবে বিবাহবার্ষিকীতে মিথিলাকে ঘিরে সৃজিতের পোস্টই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে।

অন্যদিকে বিদীপ্তাকে বিরসা বিয়ে করেছেন অনেকগুলো বছর হল। বিদিপ্তা পূর্বেও বিবাহিত ছিলেন। ডিভোর্সের পর বিরসাকে বিয়ে করেন তিনি। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিদীপ্তার প্রথম পক্ষের বিয়ে থেকেও রয়েছে এক কন্যা সন্তান। দুই কন্যাকেই আদর-যত্নে মানুষ করছেন বিরসা।

অন্যদিকে মিথিলাও পূর্ব বিবাহিত ছিলেন। বাংলাদেশের অভিনেতা-গায়ক তাহসানের স্ত্রী ছিলেন তিনি। তাঁদের কন্যা সন্তানকে আপন করে নিয়েছেন সৃজিত। তিনি তাঁকে বাবার ভালোবাসা দিয়েই মানুষ করছেন।

পুজোর আগে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দশম অবতার’। সেটিও একটি থ্রিলার। ‘২২শে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি’দার কিছু চরিত্রকে নিয়ে ফের ছবি তৈরি করছেন সৃজিত। তাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান, যিশু সেনগুপ্তরা। ছবি প্রচার ভিডিয়ো দেখে শুরু হয়েছে নানা আলোচনা। মিমের ছড়াছড়ি।

Next Article