Bengali Film Release: ২৩ বছর অপেক্ষার পর অভিনেতা হিসেবে বাবার মুখে ‘অ্যাকশন’ শোনার সুযোগ পেলাম: কৌশিক-পুত্র উজান

Ujaan Gangopadhyay: ইউনাইটেড কিংডম থেকেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন মনের কথা।

Bengali Film Release: ২৩ বছর অপেক্ষার পর অভিনেতা হিসেবে বাবার মুখে অ্যাকশন শোনার সুযোগ পেলাম: কৌশিক-পুত্র উজান
উজান গঙ্গোপাধ্যায়।

| Edited By: Sneha Sengupta

Jul 02, 2022 | 12:21 PM

বাবার পরিচালনায় ‘অ্যাকশন’ শোনার জন্য ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়কে। তাঁর প্রথম অভিনীত ছবির নাম ‘রসগোল্লা’। সেটি পরিচালক পাভেলেরও প্রথম পরিচালিত ছবি ছিল। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ়ের ছবি ছিল সেটি। উজানের দ্বিতীয় ছবিটিও উইন্ডোজ়েরই। কিন্তু এবার তাঁর বাবা পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করেছেন ‘লক্ষ্মী ছেলে’ নামের একটি ছবি। উইন্ডোজ়ের হয়ে এটাই কৌশিকের প্রথম পরিচালনা। তাঁর কাছে ভীষণই স্পেশ্যাল কারণ, ছবিতে তিনি ছেলেকে পেয়েছেন মুখ্য ভূমিকায়। ছবির শুটিং হয়েছে ২০১৯ সালে, করোনার আগে। তারপর অতিমারির তাণ্ডব ও লকডাউনে আটকে যায় ছবির রিলিজ়। ১ জুন ২০২২, ডক্টর্স ডে-তে ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে উইন্ডোজ়। ২৭ অগস্ট ছবির মুক্তি। এই মুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছেন উজান। ইউনাইটেড কিংডম থেকেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন মনের কথা।

উজান গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্ট:

সাল ২০১৯। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষ সেমিস্টারের পড়া। আর গরমের ছুটিতে ‘লক্ষ্মী ছেলে’র জন্য চুল, দাড়ি এবং অভিনয়ে কিছুটা দক্ষতা বাড়ানোর ধকল। এই আমার ক্লান্ত বা বোকা হাসি। একটি ছবির প্রিমিয়ারে, প্রিয়া সিনেমায় তোলা এই ছবিটা। তখন জানতাম না যে ৩ বছর অপেক্ষা করতে হবে আমাদের ‘লক্ষ্মী ছেলে’কে সবার সামনে তুলে ধরতে। রসগোল্লার ৪ বছর পর আবার বড় পর্দায় আমি! ২৬ অগাস্ট, বাংলায় আসছে ‘লক্ষ্মী ছেলে’। ২৩ বছর অপেক্ষার পর অভিনেতা হিসেবে বাবার মুখে ‘অ্যাকশন’ শোনার সুযোগ করে দিল উইন্ডোজ প্রোডাকশন হাউজ়। উৎকণ্ঠা,আবেগ, ভয়, প্রত্যাশা ও ধৈর্য্য – এই সব টক, ঝাল, মিষ্টি মিলেই হয়তো আমার এই ক্লান্ত হাসি। ছবি দেখার পর আপনাদের মুখে হাসি ফুটলেই আমাদের সব পরিশ্রম সার্থক। বিশ্ব চিকিৎসক দিবসে জুনিয়ার ডাক্তারদের এক বাস্তব গল্প বলতে আসছে ‘লক্ষ্মী ছেলে’। আশীর্বাদ করবেন।

বিষয়টিতে দারুণ খুশি উজানের মা অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, “কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথমবার তাঁর পুত্র উজানকে এই ছবিতে পরিচালনা করলেন। এর জন্য নন্দিতাদি ও শিবপ্রসাদকে ধন্যবাদ জানাতে চাই আমি।”