সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে শ্রীলঙ্কার কন্যা ইয়োহানির গান ‘মানিকে মাগে হিঠে’। অনেকেই গানের সঙ্গে লিপ মিলিয়ে ভিডিয়ো পোস্ট করেছেন ফেসবুক, ইনস্টাগ্রামে। অমিতাভ বচ্চনেরও পছন্দ হয়েছে সেই গান। বাংলাতেও অনেকে গেয়েছেন ম্যাশআপ করে। বাউল গানের সুরেও মেতে উঠেছে গানটি।
কিছুদিন আগে গানের সুরে লিপ সিং করে একটি ভিডিয়ো আপলোড করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। কিছুক্ষণ আগে তাঁর অনস্ক্রিন মা অপরাজিতা আঢ্যও লিপ সিং করেছেন গানে। মধুমিতা যেমন মেকআপহীন হয়ে ভিডিয়ো তৈরি করেছিলেন, অপরাজিতা কিন্তু তা করেননি। তিনি রীতিমতো সেজেগুজে প্রস্তুতি নিয়ে গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। পরেছেন কালো পোশাক ও হিরের গয়না। ক্যাপশনে কিছুই লেখেননি তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া গানটির সঙ্গে তাঁকে লিপ সিং করতে দেখে অনেকেই লাইক করেছেন। দিয়েছেন বাহবা।
আরও একটি পোস্ট করেছেন অপরাজিতা। ওই একই পোশাক পরে। তবে সেটি একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘জব দিল মে বারিশ’। অপরাজিতা ও মধুমিতা একসঙ্গে কাজ করেছেন মৌনাক ভৌমিকের ‘চিনি’ ছবিতে। মা-মেয়ের মিষ্টি সম্পর্কের কথা বলা হয়েছিল সেখানে। উঠে এসেছিল গার্হস্থ্য হিংসার মতো প্রসঙ্গও। ছবিতে কাজ করার পর মিষ্টিমধুুর সম্পর্ক তৈরি হয়েছে অপরাজিতা ও মধুমিতার। তাঁদের গানের পছন্দও যে এক, তা জানান দিন ‘মানিকে মাগে হিঠে’।
অগস্ট মাসটা অপরাজিতার জন্য খুব ভাল। এই মাসের ২৪ তারিখেই ছিল তাঁর বিবাহবার্ষিকী। বহু জায়গায় বহুবার তিনি বলেছেন, অল্প বয়সেই বিয়ে করেছিলেন তিনি। ২৪ বছর সংসার করছেন। তার সংসারে স্বামী ছাড়াও পাওয়া শাশুড়িমা। যাঁরা অপরাজিতাকে চেনেন, তাঁরা জানেন শাশুড়ি মা তাঁর কাছে নিজের মায়ের থেকে কোনও অংশে কম নন। বরং অনেকটাই বেশি।
আরও পড়ুন: Big Boss 15: জঙ্গলের মধ্যে কীভাবে খোঁজ মিলবে বিগ বসের বাড়ির? বলে দিলেন রেখা…
আরও পড়ুন: ‘ভূজ..’ না চললেও আমার চরিত্র প্রশংসিত হয়েছে: অ্যামি ভির্ক