Rituparna Sengupta Birthday: জন্মদিনে সারাক্ষণ প্রসেনজিতের সঙ্গে কী করবেন ঋতুপর্ণা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 07, 2023 | 11:40 AM

Rituparna-Prosenjit: জুটি হিসেবে দেখতে-দেখতে প্রায় ৫০টি ছবি হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর। ১৪ বছর পর জুটি হিসেবে ফিরেছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'প্রাক্তন' ছবিতে। তারপর কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের 'দৃষ্টিকোণ' ছবিতে অভিনয় করেন দু'জনে। দুটি ছবিতেই দুর্দান্ত কেমিস্ট্রি ছিল তাঁদের। 'প্রাক্তন' ছবিতে প্রাক্তন স্বামী-স্ত্রী হিসেবে দেখা যায় তাঁদের। 'দৃষ্টিকোণ'-এ পরকীয়া প্রেম কেন।

Rituparna Sengupta Birthday: জন্মদিনে সারাক্ষণ প্রসেনজিতের সঙ্গে কী করবেন ঋতুপর্ণা?
প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা।

Follow Us

আজ (৭ নভেম্বর, ২০২৩) টলি-কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন। ‘বেগম জান’ জন্মদিনে কী করবেন দিনভর। জানালেন, সারাদিনই শুটিং চলবে তাঁর। সেই শুটিংয়ে তাঁর দোসর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে প্রসেনজিতের সঙ্গে নয়-নয় করে প্রায় ৫০টি ছবি হয়ে গিয়েছে তাঁর। প্রিয় বুম্বাদার সঙ্গে সারাদিন শুটিংয়ে ব্যস্ত ঋতুপর্ণার সেটের পালন করা হবে জন্মদিন। সেটেই আসবে সুন্দর একটি কেক।

জুটি হিসেবে দেখতে-দেখতে প্রায় ৫০টি ছবি হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর। ১৪ বছর পর জুটি হিসেবে ফিরেছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘প্রাক্তন’ ছবিতে। তারপর কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে অভিনয় করেন দু’জনে। দুটি ছবিতেই দুর্দান্ত কেমিস্ট্রি ছিল তাঁদের। ‘প্রাক্তন’ ছবিতে প্রাক্তন স্বামী-স্ত্রী হিসেবে দেখা যায় তাঁদের। ‘দৃষ্টিকোণ’-এ পরকীয়া প্রেম কেন।

ফের পর্দায় দাপিয়ে বেড়াবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি। সেই কৌশিক গঙ্গোপাধ্য়ায়েরই পরবর্তী ছবি ঋতুপর্ণা-প্রসেনজিৎকে নিয়ে। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। জন্মদিনেও ছুটি পাননি ঋতুপর্ণা। কলকাতায় চলছে শুটিং। যেমন ‘কাজ পাগল’ মানুষ ঋতুপর্ণা, ছুটির জন্য হয়তো দরখাস্তও করেননি কৌশিকের কাছে। সেটা করা সম্ভব হয় না তারকাদের। একদিনের শুটিং মানে অনেকগুলো মানুষের রোজগার। তাই কাজের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে টলি-কুইনের ৫২তম জন্মদিন। আর তাই সহকর্মী এবং দীর্ঘদিনের বন্ধু প্রসেনজিতের সঙ্গে শুটিং সেটেই জন্মদিনটা কেটে যাবে ঋতুপর্ণার।

Next Article