Sudipta Banerjee: ‘বেঁটে হলে চলবে না…’, যেমন চেয়েছিলেন তেমন স্বামী কি পেলেন সুদীপ্তা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 24, 2023 | 3:52 PM

Sudipta Banerjee: কিছু দিন আগেই বিয়ে হয়েছে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা সৌম্য বক্সীকে বিয়ে করেছেন তিনি। কেমন বর চেয়েছিলেন সুদীপ্তা? যেমনটা চেয়েছিলেন তেমনটা কী পেয়েছেন?

Sudipta Banerjee: বেঁটে হলে চলবে না..., যেমন চেয়েছিলেন তেমন স্বামী কি পেলেন সুদীপ্তা?
সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

 

 

কিছু দিন আগেই বিয়ে হয়েছে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা সৌম্য বক্সীকে বিয়ে করেছেন তিনি। কেমন বর চেয়েছিলেন সুদীপ্তা? যেমনটা চেয়েছিলেন তেমনটা কী পেয়েছেন? বেশ কিছু বছর আগে রচনা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এক রিয়ালিটি শো-য়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রশ্ন ছোড়েন কেমন স্বামী পছন্দ তাঁর? উত্তরও দেন সুদীপ্তা। তিনি বলেন, “ছেলেকে লম্বা হতে হবে। হতেই হবে। বেঁটে হলে চলবে না।” তিনি আরও যোগ করেন, “অ্যারেঞ্জ ম্যারেজ করব। চাকরি করলে খুব ভাল। আমায় খুব ভালবাসবে।অবশ্যই শিক্ষিত হতে হবে। আমার মতো পাগল না হলেও আমার পাগলামিগুলোকে সহ্য করতে হবে।” যে যে শর্তগুলো দিয়েছিলেন সুদীপ্তা, তার বেশ কয়েকটি পূরণ হয়েছে ঠিকই, কিছু আবার থেকে গিয়েছেন অপূর্ণ। এই যেমন তিনি জানিয়েছিলেন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হবে তাঁর। কিন্তু না, ভালবেসেই বিয়ে করেছেন সৌম্যর সঙ্গেও। সুদীপ্তা চেয়েছিলেন বর হবে চাকুরীজীবী। কিন্তু তা হয়নি। তবে ওই যে সুদীপ্তা চেয়েছিলেন বর হবেন লম্বা। সেই আশা কিন্তু পূরণ হয়েছে তাঁর।

 


সম্পর্ক নিয়ে কোনওদিনই সেই অর্থে লুকোছাপা করেননি সুদীপ্তা। প্রথম থেকেই ঠিক ছিল বিয়েই করবেন। বিয়েতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বেনারসীর সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন তিনি। শুধু সাজপোশাকই নয়, খাবারদাবারেও দেখা গিয়েছিল ভরপুর বাঙালিয়ানা। একটা সময় ২২০০ টাকার জন্য বাড়ির কেবল কানেকশন কেটে নেওয়া হয়েছিল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। লড়াই শুরু হয়েছিল তখন থেকেই। আর সেই লড়াইয়েই সফল নায়িকার এই নতুন জীবনে সামিল হয়েছিলেন সকলেই।

এই মুহূর্তে ‘সোহাগ জল’ ধারাবাহিকের অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। শুটেও ফিরেছেন। তবে একই সঙ্গে জমিয়ে উপভোগ করছেবন বিবাহিত জীবন। কিছুদিন আগেই পোস্ট করেছিলেন নিজের নতুন সংসারের ছবি। আলুথালু বেশে তাঁর ওই ছবি দেখে নেটপাড়াও করেছিল প্রশংসা। আপাতত নতুন জীবন নিয়ে বেজায় ব্যস্ত তিনি। সঙ্গে কাজও চলছে সমানতালে।

Next Article