Suchitra Sen Secret: সুচিত্রার পায়ের কাছে বসেন রাজকাপুর, হাতে ফুলের তোড়া, মেজাজ হারিয়ে কী করেন মহানায়িকা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 06, 2023 | 1:24 PM

Suchitra Sen: ডাক পড়েছিল বলিউড থেকেও। অভিনয় করেছিলেন 'আঁধি'তে। তবে রাজ কাপুরের ছবিতে ডাক পেয়েও অভিনয় না করার কারণটা কি? 

Suchitra Sen Secret: সুচিত্রার পায়ের কাছে বসেন রাজকাপুর, হাতে ফুলের তোড়া, মেজাজ হারিয়ে কী করেন মহানায়িকা

Follow Us

সুচিত্রা সেন। মহানায়িকা। যাঁর জীবনের পরতে-পরতে জড়িয়ে থাকা নানা সম্পর্কের সমীকরণ আজও অনুরাগীদের মনে কৌতুহলের সঞ্চার করে। সে মহানায়ক উত্তম কুমারই হন বা রাজ কাপুর, সুচিত্রা সেনকে পাওয়া সত্যি কি খুব সহজ ছিল? হয়তো নয়। তাই খালি হাতেই ফিরতে হয়েছিল রাজ কাপুরকে। যে রাজ কাপুর এক কথায় বলিউডের অন্যতম কান্ডারি, সেই স্টারের ডাকেই সাড়া দেননি অভিনেত্রী। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই খবরের সত্যতা নিয়ে কোনও দ্বিমত নেই। সুচিত্রা সেন ১৯৫০ থেকে ১৯৭০ পর্যন্ত দাপিয়ে কাজ করেছেন সিনেমায়। ডাক পড়েছিল বলিউড থেকেও। অভিনয় করেছিলেন আঁধি-তে। তবে রাজ কাপুরের ছবিতে ডাক পেয়েও অভিনয় না করার কারণটা কি?

অমিতাভ চৌধুরী নিজের লেখা আমার বন্ধু সুচিত্রা সেন প্রসঙ্গে একবার জানিয়েছিলেন রাজ কাপুরকে ফেরানোর প্রসঙ্গ। একটি দাপটে চরিত্রের অফার নিয়ে সুচিত্রা সেনের বাড়ি পৌঁছে গিয়েছিলেন রাজ কাপুর। জানিয়েছিলেন সুচিত্রা সেন সেই ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন। সবটা শুনবে বলে চেয়ারে বসতেই যাচ্ছিলেন সুচিত্রা, এমন সময় রাজ কাপুর সুচিত্রা সেনের পায়ের কাছে বসে পড়েন, হাতে ফুলের বোকে। বিষয়টা মোটেও ভাল চোখে দেখেননি সুচিত্রা। বেশ সময় ব্যয় না করেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই ছবি করছেন না।

এরপর থেকে কোনও দিন তিনি রাজ কাপুরের সঙ্গে কাজ করেননি। কারণ হিসেবে স্পষ্ট বলে দিয়েছিলেন, রাজ কাপুরের ব্যবহার তাঁর খুব একটা ভাল লাগেনি। সুচিত্রা সেন বলেই সম্ভব ছিল। যে রাজ কাপুরের সঙ্গে কাজ করার জন্য বলিউডের বাঘা বাঘা অভিনেত্রীরা মুখিয়ে থাকতেন, সেই রাজ কাপুরকে পলকে ফেরাতে দুবার ভাবেননি সুচিত্রা সেন। পরবর্তীতে বলিউডে কাজ করলেও তাঁকে খুব একটা হিন্দি ছবিতে দেখা যায়নি। তিনি মূলত বাংলা ছবিতেই কাজ করেছিলেন।

Next Article