সম্পর্কে তাঁরা বনুয়া, মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক এতটাই গভীর। ঝড়ের গতিতে ভাইরাল টলিপাড়ায় তাঁদের সম্পর্কের নানা ওঠাপড়ার কাহিনি। মাঝে বেশ কিছুদিন অভিমানও ছিল দুইয়ের মধ্যে। তবে কাছাকাছি আসতেই পলকে সব ভুলে আবারও কাছাকাছি আসা। কেরিয়ারে একাধিক ধাপ তাঁরা একসঙ্গেই পার করেছেন। টলিউডে দুজনেই প্রতিষ্ঠিত। তবে তাঁদের মধ্যে যে সম্পর্কের বাঁধন বর্তমান, তা কম বেশি সকলেরই খুব কাছের। এই দুই স্টার একসঙ্গে হওয়া মানেই একে অন্যের হাঁড়ির খবর ফাঁস। তবে সেই কাছের বনুয়াকেই কি এবার বেমালুম ভুলে গেলেন নুসরত। মিমি চক্রবর্তীকে না বলেই ছাড়লেন তিনি শহর?
নুসরত জাহান বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। একের পর এক পোস্ট ভক্তদের মনে জায়গা করে নেয়। ব্যক্তিজীবন হোক বা কাজ, মাঝে মধ্যেই নিজের যাবতীয় আপডেট তিনি ভক্তদের দিয়ে থাকেন। তবে এবার যে তিনি শহর ছাড়ছেন সেই খবরটাই ছিল না মিমির কাছে? সম্প্রতি ক্যান্ডিড লুকে একটি ছবি শেয়ার করেন নুসরত জাহান। যা দেখা মাত্রই মিমি কমেন্ট বক্সে হাজির, স্পষ্ট প্রশ্ন করে বসলেন ‘কোথায়’?
যে লোকেশন নুসরত জাহান শেয়ার করেছেন, তা হল রাজস্থানের। বর্তমানে তিনি রাজস্থানের একটি ভিলা রিসর্টেরই সময় কাটাচ্ছেন। তবে মিমি চক্রবর্তী যে তা জানতেন না তা তাঁর পোস্ট দেখেই স্পষ্ট। আর দুই বনুয়ার সেই কথোপকথন সকলের নজর কাড়ে। এই জুটির সম্পর্ক টলিপাড়ার বড্ড প্রিয়। তাঁদের বন্ডিংও বেশ মজবুত। তাই কোনও ক্ষেত্রেই এই জুটিকে একসঙ্গে পাওয়া মানেই ভক্তদের কাছে এক বাড়তি পাওনা। তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।