Ankush Hazra: কোনও জন্মদিনের পার্টিতে আর যাবেন না অঙ্কুশ, কেন জানেন?
Viral Video: আট থেকে আশি, সকলের সঙ্গেই সমানভাবে মিশে যেতে পারেন তিনি। ছোটদের সঙ্গে মিলে মিশে থাকা, মজা আড্ডায় মেতে থাকা, বড়দের সঙ্গেও ঠিক তেমনই সামঞ্জস্য বজায় রেখে ঠাট্টায় মেতে ওঠা, অঙ্কুশের যেন এটাই বিশেষ বৈশিষ্ট্য ।

অঙ্কুশ হাজরা, টলিউডের এখন তাঁর পায়ের তলার মাটি শক্ত। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বেশ মজার মানুষ, অঙ্কুশের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে তাঁর সঞ্চালনা, সবেতেই তার ঝলক মেলে পলকে। সকলের সঙ্গে মজা, হাসি-ঠাট্টা করেই যেন কাটে তাঁর অধিকাংশ অবসর সময়। তিনি যেমন মজা করতে জানেন, ঠিক তেমনই আবার মজা গ্রহণ করতেও পারেন। তাই তাঁর উপস্থিতি যে সকলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন, সে বিষয় কোনও সন্দেহ নেই। আর তাই যে কোনও পার্টি থেকে বিশেষ অনুষ্ঠান, খুব সহজেই মধ্যমণি হয়ে উঠতে পারেন তিনি। এবারও তেমনই এক জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন অভিনেতা। তবে সেখানে এবার এমন কী হল, যেখান থেকে ফিরে অঙ্কুশ স্থির করলেন তিনি আর কোনও জন্মদিনের পার্টিতে গেলেন না?
আট থেকে আশি, সকলের সঙ্গেই সমানভাবে মিশে যেতে পারেন তিনি। ছোটদের সঙ্গে মিলে মিশে থাকা, মজা আড্ডায় মেতে থাকা, বড়দের সঙ্গেও ঠিক তেমনই সামঞ্জস্য বজায় রেখে ঠাট্টায় মেতে ওঠা, অঙ্কুশের যেন এটাই বিশেষ বৈশিষ্ট্য । আর ঠিক সেই কারণেই ছোটোরা তাঁকে জন্মদিনের পার্টিতে পেয়ে মজায় মেতে উঠলেন। গেমিং জোনে যে কাজ করে থাকে মেশিন, এবার অঙ্কুশের কাঁধে দায়িত্ব পড়ল তার। অঙ্কুশকে হার্নেসের ঝুলিয়ে দিয়ে উপহার গ্রহন করার দায়িত্ব দেওয়া হল। যা পিছন থেকে নিয়ন্ত্রণ করছে এক শিশু। সেই সময় তাঁর বেহাল দশা দেখে বেশ মজা পায় শিশুরা।
সেই ভিডিয়ো এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ মজার ছলে লিখলেন, এটা মনে হয় আমার শেষে অংশ নেওয়া ছোটদের জন্মদিনের পার্টি। অঙ্কুশ উল্লেখ না করলেও, এটা সম্ভবত, অনীক ধরের মেয়ের জন্মদিনের পার্টি। সেখানেই সেলেবদের ঢল নামে। তালিকা থেকে বাদ পড়েননি অঙ্কুশ ঐন্দ্রিলাও। বর্তমানে এই মজার ভিডিয়োতেই মজে রয়েছেন সকলে।
View this post on Instagram
