Ankush Hazra: কোন বিপদে পড়ে হঠাৎ জনি লিভারের কাছে ছুটলেন অঙ্কুশ, রইল ভিডিয়ো

Tollywood: তবে সত্যিই কি তাই! অঙ্কুশ মনে স্বস্তি নিয়ে জনি লিভারের কাছ থেকে চলে যেতেই জনি লিভারের মুখের আদল গেল বদলে।

Ankush Hazra: কোন বিপদে পড়ে হঠাৎ জনি লিভারের কাছে ছুটলেন অঙ্কুশ, রইল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 10:58 AM

কয়েক মাস ধরেই চর্চায় বারে-বারে উঠে এসেছে টলিপাড়ের দুই সেলেবের নাম, অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। এক সঙ্গে তাঁরা আগামী ছবির প্রচারে বেজায় ব্যস্ত, তবে এবার কী কাণ্ড ঘটালেন অভিনেতা! অঙ্কুশ বরাবরই সোশ্যাল মিডিয়ার পাতায় সক্রিয়। মাঝেমধ্যেই নানা মজার পোস্ট করে সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকেন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হল না। বাবার অমতে লাভ ম্যারেজ, বাবা চান না অঙ্কুশ প্রেম করে বিয়ে করুক। ফলে পরিবারে অশান্তি। অভিনেতার আগামী ছবির প্লট এই মর্মেই সাজানো। এখন উপায়, নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছেন না তিনি ঠিক কী করা উচিত এই পরিস্থিতিতে।

বাবার অমতে লাভ ম্যারেজ করতে চলেছেন তিনি, তবে সুখী হওয়া যায় কি! কেন বাবা এতবার তাঁকে মানা করছেন মনে সংশয় নিয়ে অঙ্কুশ ছুটে চলে গেলেন অভিনেতা জনি লিভার এর কাছে। তাঁর কাছে জানতে চাইলেন অঙ্কুশ, সত্যি কি প্রেম করে ভাল থাকা যায়! প্রেমের বিয়ে কি সুখের হয়? কারণ জনি লিভারিত প্রেম করেই বিয়ে করেছেন। এখন তিনি ভাল আছেন তো। অঙ্কুশের প্রতিটা প্রশ্ন শুনেই জনি লিভার হাসিমুখে উত্তর দিলে নিশ্চয়ই তিনি ভাল আছেন, ভাল থাকা যায়।

View this post on Instagram

A post shared by Dipu (@ankush.official)

তবে সত্যিই কি তাই! অঙ্কুশ মনে স্বস্তি নিয়ে জনি লিভারের কাছ থেকে চলে যেতেই জনি লিভারের মুখের আদল গেল বদলে। রীতিমত কান্নার লুকে এমনভাবে তিনি তাকালেন, যেন বিয়ের পরই অঙ্কুশ বুঝতে পারবেন প্রেমের বিয়ের ঠিক কতটা জ্বালা। এমনই এক মজার ভিডিয়ো পোস্ট করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁর আগামী ছবি লাভ ম্যারেজ-এ এমনই এক পারিবারিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হবে তাঁকে। একদিকে বাবার অমত অন্যদিকে নিজের প্রেম, দুই মিলিয়ে একেবারে নাজেহাল হওয়া চরিত্র আদপে কি শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়বেন, উত্তর মিলবে ছবি মুক্তির পরই।