Paran Bandhyopadhyay: ‘টনিক করেছি বলে টনক নড়ল সক্কলের’; বাংলা ছবি-ওয়েব সিরিজ় হচ্ছেই না পরানকে ছাড়া…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 20, 2023 | 4:39 PM

Bengali Films: ৮০ বছর পেরিয়েছে পরান বন্দ্যোপাধ্যায়ের। দারুণ অভিনেতা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন বহু আগেই। ইদানিং তাঁকে দেখা যাচ্ছে অধিকাংশ বাংলা ছবি এবং ওয়েব সিরিজ়ে। পরাণের মনে হচ্ছে, দেবের সঙ্গে 'টনিক' করার পরই নতুন করে এই উত্তরণ ঘটেছে তাঁর জীবনে।

Paran Bandhyopadhyay: টনিক করেছি বলে টনক নড়ল সক্কলের; বাংলা ছবি-ওয়েব সিরিজ় হচ্ছেই না পরানকে ছাড়া...
পরান বন্দ্যোপাধ্যায়।

Follow Us

খুব ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। কোথাও যাচ্ছেন না খুব একটা। কারণ, একদমই সময় পাচ্ছেন না তিনি। সকলের সঙ্গে গল্প করছেন ফোনেই। ভরে উঠছে তাঁর ডায়েরি। লেখা থাকছে শুটিংয়ের ডেট। এমন ব্যস্ত নাকি আগে ছিলেন না অভিনেতা। শোনা যাচ্ছে, দেবের সঙ্গে টনিক করার পর থেকেই নাকি পরানকে নতুন করে আবিষ্কার করতে শুরু করে টলিউড। বর্ষীয়ান অভিনেতাকে দিয়ে যতখানি কাজ করিয়ে নেওয়া যায় আরকী।

পরপর বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজ়ে কাজ করছেন পরান। শুরুটা হয়েছিল দেব অভিনীত ছবি ‘টনিক’ দিয়ে। সেখানে এক বৃদ্ধর ঝুঁকিপূর্ণ স্পোর্টসে অংশগ্রহণই ছিল গল্পের মূল উপজীব্য। রিভার ব়্যাফ্টিং থেকে শুরু আরও অনেক মজাদার স্পোর্টসে অংশ নিয়েছিলেন পরান। শুটিং করেছিলেন চুটিয়ে। সঙ্গে ছিল তাঁর অনবদ্য অভিনয়। তারপর থেকে হুহু করে কাজ আসতে শুরু করে টলিউড থেকে। এবং রোল আসতে শুরু করে পরিত্রাতার। যেমন ধরুন, রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ় ‘আবার প্রলয়’তে পরান বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায় এক প্রাক্তন পুলিশকর্মীর চরিত্রে। অন্যদিকে ‘নিখোঁজ’ ওয়েব সিরিজ়ে লালবাজারের ফরেন্সিক বিভাগের প্রাক্তন প্রধানের চরিত্রে দেখা যায় তাঁকেই। এই সমস্ত তুখোড় চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়।

এব্যাপারে কথা বলতে গেলে রসিকতাই করলেন পরান। TV9 বাংলাকে তিনি বলেছেন, “সকলে বলছেন ঠিকই। কিন্তু আমার তো আবার উত্তেজনা কম। তবে এ কথা ঠিক, ‘টনিক’ করার পর থেকেই আমাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। সকলে চাইছে কাজ করতে। হয়তো ‘টনিক’ করেছি বলেই সকলের টনক নড়েছে।”

Next Article