সম্প্রতি মুক্তি পেয়েছেন অভিনেতা তথা সংসদ দেব ও রুক্মিণী মৈত্রের ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ছবি ঘিরে প্রথম থেকেই দর্শক মনে উত্তেজনা পারদ ছিল তুঙ্গে। ছবি মুক্তি পেতে সে উত্তেজনার পারদ বিন্দুমাত্র নিম্নমুখী হল না। বরং দর্শকেরা প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন ব্যোমকেশ দেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় সূত্র মারফত ছড়িয়ে পড়ছে, ছবির বক্স অফিস কালেকশন। দেব ও রুক্মিণীকে ব্যোমকেশ ও সত্যবতী লুকে কেমন লাগছে, তার ঝলক আগেই মিলেছিল। তবে সাহিত্যনির্ভর এই গোয়েন্দা চরিত্রে একদা কমার্শিয়াল ছবির লিড অভিনেতা দেবকে ঠিক কতটা মানাবে, তা নিয়ে সংসার প্রকাশ করেছিলেন অনেকেই। যদিও দেব যে নিজেকে ভেঙে গড়ার কাজে লেগে পড়েছেন তা বিগত চার বছর ধরেই দর্শকের নজরে ধরা পড়েছে।
একগুচ্ছ ছকভাঙ্গা চরিত্র তাঁর ঝুলিতে। কখনও প্রশংসা কখনও কটাক্ষ দুই মিলিয়ে দেব নিজের মতো করে লড়াইটা চালিয়ে যাচ্ছেন কেবলমাত্র দর্শকদের আরও ভাল কাজ উপহার দেওয়ার জন্য। একাধিকবার সাক্ষাৎকারে দেব এ কথা স্বীকার করে নিয়েছেন, যে তিনি এখনও শিখছেন এবং আরও অনেক শেখার বাকি আছে। তবে ব্যোমকেশ লুকে দেবকে পর্দায় দেখতে দর্শকের আছে এভাবে ভিড় জমাবে, তা নিয়ে খানিক হলেও সংশয় ছিল এক শ্রেণীর মনে। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি, যে সত্যি দর্শকেরা পছন্দ করছেন তা দেখে আনন্দে আপ্লুত রুক্মিণী মৈত্র।
যে কোনও ব্যোমকেশ গল্পেই সত্যবতীর চরিত্র খুব কম থাকলেও বেশ গুরুত্বপূর্ণ ও ভারী এই চরিত্র, মাঝে মধ্যে সত্যবতীর বলা এক একটি কথাই যেন ব্যোমকেশের রহস্যের জট খুলে যেতে সাহায্য করে। সেই সূত্রে এই ব্যোমকেশের সঙ্গে সত্যবতীর পর্দায় উপস্থিতিটাও সীমিত মাত্র। তবে ব্যোমকেশ রোমান্টিক এবং ব্যোমকেশের সঙ্গে সত্যবতীর রসায়ন পর্দায় বেশ জায়গা করে নেয়। আর সেই সত্যবতী তথা রুক্মিণী এবার সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন নিজের আবেগ সকলের সঙ্গে শেয়ার করে নিতে। সত্যবতী লোকের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন মনে খুশি মুখে হাসি। দর্শক রেখেছে হাউজ ফুলের দাবি। তবে এত মাত্র প্রথম সপ্তাহ এখন দেখার দীর্ঘ মেয়াদে এ ছবি আদতে কত টাকা লাভের অঙ্ক দেখতে পারে।