এবার লক্ষ্যে মহাভারত। টলিউডের অন্যতম বিগ প্রজেক্টের মুখ আরও একবার রুক্মিনী মৈত্র। বর্তমানে একের পর এক ছবি রুক্মিনী মৈত্রর ঝুলিতে। তিনিই এখন টলিউডের বিনোদিনী, তিনিই এখন টলিউডের সত্যবতী, এবার তিনিই নেবেন পর্দায় দ্রৌপদীর রূপ। বর্তমানে টলিউডের অন্যকম ব্যস্ত অভিনেত্রী হলেন রুক্মিনী মৈত্র। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবির খবর রাতারাতি জায়গা করে নিচ্ছে চর্চায়। সে দেব প্রযোজনা সংস্থার ব্যানারে দ্রৌপদী হোক কিংবা জিতের বিপরীতে বুমেরাং। রুক্মিনীর চাহিদা এখন বাংলা সিনে দুনিয়ায় তুঙ্গে।
দেবের হাত ধরে প্রথম পর্দায় অভিষেক ঘটে রুক্মিনীর। তারপর থেকেই একের পর এক ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। সেখানে জায়গা করে নিয়েছে সাসপেন্স, ক্রাইম থ্রিলার, তেমনই আবার জায়গা করে নিয়েছে ব়োম্যান্টিক মেলোড্রামা। তালিকায় ব্যোমকেশ বক্সিও সম্প্রতিতে নাম লিখিয়েছে। তবে কেবল টলিউডেই নয় বলিউডের সফরও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। তবে নজরে এবার তাঁর পরবর্তী ছবি। দ্রৌপদী রূপে ঠিক কেমন লাগবে রুক্মিনী মৈত্রকে? সে প্রশ্নের উত্তর এখনও না মিললেও ছবির ঘোষণার পর থেকেই দর্শকমহলে জল্পনা তুঙ্গে।
দ্রৌপদী চরিত্রের উল্লেখ করে তিনি সমাজে নারীদের অবস্থান ও সম্মানের প্রসঙ্গ টেনে করলেন এক গুরুগম্ভীর পোস্ট। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার শেয়ার করে এক দীর্ঘ পোস্ট করলেন রুক্মিনী, লিখলেন, ”মহাভারতের সময় থেকেই নারীর অপমানের শুরু কিনা জানি না, তবে নারীর অপমানের দণ্ড পেতে হয়েছিল কুরু বংশের সবাইকে। আজও সমাজ নারীর অধিকার এবং সাফল্য কে মেনে নিতে দ্বিধা বোধ করে! Draupadi তুলে ধরবে অপমানিত নারী সম্প্রদায়ের কাহিনি! এই দুর্গম যাত্রায় আপনাদের আশীর্বাদ পেলে খুশী হব। আমি ভীষণ আশাবাদী কারণ এটা দেব-ই একমাত্র যে চাইলেই করতে পারে।”
রুক্মিনীর এই পোস্ট দেখা মাত্রই একশ্রেণী যেমন শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দিলেন, ঠিক তেমনই অপর শ্রেণী নিয়ম মেনেই হাজির হয়ে গেলেন তাঁকে কটাক্ষ করতে। এক নেটিজ়েন লিখলেন, ”কিন্তু দাদা নতুন কোনও মুখ আশা করছিলাম, বারবার একই নায়ক নায়িকা ব্যাপারটা ঠিক লাগছে না। দর্শক হিসেবে অনুরোধ রইলো Dev Entertainment Venture আগামী দিন গুলোতে নতুন মুখ নিয়েও ভাববে শুধু একই মুখ নিয়ে পরে থাকবে না।”