Soumitrisha Kundu: ‘আমি সত্যি ভাগ্যবান’, কোন খুশিতে এ কথা বললেন সৌমিতৃষা?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 08, 2023 | 7:02 PM

Tollywood Gossip: তা এক কথায় বলতে গেলে লাইফটাইম অ্যাচিভমেন্টের মতো। কারণ তিনি প্রতিটা মানুষের থেকে কিছু না কিছু শিখেছেন। সৌমিতৃষার কথায়, তিনি সব সময় লক্ষ্য করেন, কোন অভিনেতার বিশেষত্ব কী, তিনি নিজে সেটা মেনে চলার চেষ্টা করেন। 

Soumitrisha Kundu: আমি সত্যি ভাগ্যবান, কোন খুশিতে এ কথা বললেন সৌমিতৃষা?

Follow Us

সৌমিতৃষা কুণ্ডু, টেলিদুনিয়া থেকে তাঁর অভিনয়ের সফর শুরু। একের পর এক ছবির প্রস্তাব এখথন তাঁর হাতে। সৌমিতৃষার মিঠাই চরিত্র তাঁর কেরিয়ারের অন্যতম মাইলেজ। তবে এখন তাঁর লক্ষ্য রুমি। নিজের প্রথম ছবি নিয়ে ভীষণ আশাবাদী সৌমি। যদিও একটা কথা স্পষ্ট করে দিতে দুইবার ভাবলেন না যে বড়পর্দায় চ্যালেঞ্জটা অনেক বেশি। কারণ একটাই, যে সুযোগটা ছোটপর্দার ক্ষেত্রে পাওয়া যায়, আড়াই বছর ধরে একটা চরিত্রকে দর্শক মনে তুলে ধরা যায়, সেটা মাত্র আড়াই ঘণ্টাতেই শেষ করতে হয় ছবির ক্ষেত্রে। ফলে সেখানে প্রতিটা ফ্রেম ভীষণ যত্নের। সৌমির কথায়, যে অভিনেতার বিপরীতে তিনি প্রথম ছবি করছেন, তাঁর ফ্যানগার্ল তিনি। শুধু তাই নয়, যে টিম তিনি তাঁর প্রথম ছবির ক্ষেত্রে পেলেন, তা এক কথায় বলতে গেলে লাইফটাইম অ্যাচিভমেন্টের মতো। কারণ তিনি প্রতিটা মানুষের থেকে কিছু না কিছু শিখেছেন। সৌমিতৃষার কথায়, তিনি সব সময় লক্ষ্য করেন, কোন অভিনেতার বিশেষত্ব কী, তিনি নিজে সেটা মেনে চলার চেষ্টা করেন।

তবে কেরিয়ারের শুরুতেই এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পারা সৌমিতৃষার কাছে সৌভাগ্যের। TV9 বাংলাকে জানিয়েছিলেন সৌমি, রুমি হয়ে ওঠার জন্য নিজেকে নিয়ে অনেকটা কাজ করার সময় নিয়েছি আমি। ইতিমধ্যেই আমার নতুন চরিত্রের সঙ্গে সকলের আলাপ হয়ে গিয়েছে। আর কিছুদিন পরই সকলের সামনে নতুন আমার (রুমি-র) আত্মপ্রকাশ ঘটবে। বড়দিনেই আসছে তাঁর ছবি। তবে এখানেই বিরতি নয়। একগুচ্ছ ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। তবে প্রথম ছবি মুক্তির আগে দ্বিতীয় ছবি নিয়ে কথা বলতে চান না সৌমিতৃষা। তাই সেই বিষয় কৌতুহল বজায় রেখে দিলেন।

Next Article
Aritra Dutta Banik: সরকারের নাগাড়ে সমালোচনা করে ফিল্ম ফেস্টিভ্যালে কেন অরিত্র?
Srabanti Brutally Trolled: ‘শাড়ি খুলে’ যেতে পারে টলি-হিরোইনের, কুৎসিত ট্রোলের মুখে পড়তে হল শ্রাবন্তীকে