পুজো আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। আর ঠিক সেই শেষ মুহূর্তেই সাজঘরে সাজো-সাজো রব। উমার সাজঘর, অর্থাৎ কুমোরটুলি। সেখানে এখন অষ্ঠমীর মেজাজ। ঘরে ঘরে আলো, উৎসব, সাধারণের ভিড়, ক্যামেরা, মডেলের ছড়াছড়িয সকলের শহর কলকাতার একঝাঁক দুর্গা দর্শনে সময় করে ঠিক পৌঁছে যাচ্ছেন এই ঠিকানায়। সেলেব থেকে শুরু করে সাধারণ, একটা পোজ় দিয়ে ছবি, একটা অন্যস্বাদের ফ্রেম, তাতেই যেন খুশি। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে এবার কুমোরটুলিতে হাজির হলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুও। তবে সত্যি কি ট্রেন্ডে গা ভাসাতে, নাকি বিশেষ কাজেই গিয়েছিলেন তিনি? পরণে তাঁর শাড়ি। লাল শাড়িতে সেজে সকলের নজর কেড়ে তিনি তাক লাগালেন। দিলেন পোজ়, কখনও মাকে আদর, কখনও আবার অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকা। প্রতিটা ক্ষেত্রেই নজর কাড়া অভিনেত্রী।
পুজোর গানে ভেসে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ক্লিপিং শেয়ার করলেন তিনি। সামনেই পুজো, এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায় উৎসব। উদ্বোধন হয়ে যায় একাধির মণ্ডপের। ফলে সেদিন থেকে হিসেব করলে হাতে মাত্র পাঁচটা দিনের অপেক্ষা। মহালয়ার ভোরেও দেখা মিলবে সৌমিতৃষার। জি বাংলার পর্দায় এবার তিনি মা দুর্গা। ইতিমধ্যেই সামনে এসেছে প্রোমো। পুজোয় কলকাতাতেই থাকছেন তিনি। বর্তমানে এক ছবির শুটিং-এ ব্যস্ত। তবে হাতে কিছুটা সময় পেলেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন।
পুজোর মেজাজ এখন শহর থেকে গ্রামে। একদিকে যেমন চলছে কেনাকাটা, তেমনই অন্যদিকে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ। সামান্য আবহাওয়া ভাল হতেই ঝলমলে শহর কলকাতা। তেমনই এক ঝলমলে সকালে কুমোরটুলি পৌঁছে গিয়েছিলেন তিনি। কেবল সৌমিতৃষাই নন, একাধিক স্টারকেই এই সময় একবার কুমোরটুলিতে হাজির হতে দেখা যায়। অভিনেত্রীতে কুমোরটুলিতে দেখে অনেকেই বেজায় খুশি। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে অনেকেই তাঁর সাজের প্রশংসা করলেন। যদিও এটা ছিল এক বিজ্ঞাপনের শুট। অর্থাৎ কাজের মাঝেই ঠাকুর দেখা।