Sreelekha Mitra: স্নেহের বিড়ালকে ছেড়ে যেতে পারছিলেন না ঘরে, মন খারাপ শ্রীলেখার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 08, 2023 | 11:29 PM

Sreelekha Mitra: বিল্লির গন্ধ লেগে রয়েছে শ্রীলেখার সারা শরীরে। ফলে বাড়ির চারপাশের বিড়ালরাও তাঁর সান্নিধ্য চাইছে। এক মিনি লিফ্টের কাছে এসে শ্রীলেখার সঙ্গে উপরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল। অভিনেত্রীর পায়ে লুটিয়ে পড়েছিল সে। তাকে উপেক্ষা করে কিছুতেই নিজের ঘরে ঢুকতে পারছিলেন না শ্রীলেখা। তাকে যতই না চলে যেতে বলছিলেন, ততই সেই মিনি নাছোড়। এই আকুতি দেখে প্রাণ কেঁদে উঠেছিল 'কেয়ার গিভার' শ্রীলেখার। ফের জেগে ওঠে তাঁর মাতৃসত্ত্বা।

Sreelekha Mitra: স্নেহের বিড়ালকে ছেড়ে যেতে পারছিলেন না ঘরে, মন খারাপ শ্রীলেখার
শ্রীলেখার বিপুল কান্নাকাটি...

Follow Us

সম্প্রতি ফের ‘মা’ হয়েছেন শ্রীলেখা। এক ফুটফুটে পুত্রসন্তান হয়েছে তাঁর। খবরটি প্রথম TV9 বাংলাকেই জানিয়েছিল তিনি। TV9 বাংলাকেই প্রথম শেয়ার করেছিলেন পুত্রের এক্সক্লুসিভ ছবি। সেই পুত্র এক হুলো বিড়াল। অবহেলায় পড়ে থাকা বাচ্চাটাকে ২৪ ঘণ্টা আটকে থাকা অবস্থা থেকে উদ্ধার করে দত্তক নিয়েছেন শ্রীলেখা। আদর করে তার নাম দিয়েছেন মিঁয়া সাহেব। শ্রীলেখার বাড়িই এখন তার চিরস্থায়ী ঠিকানা। বাড়িতে বাকি সারমেয়রা হঠাৎই এক বিল্লির ‘মিয়াও’ শুনছে ঘরে। দু’জন তাকে মেনে নিয়েছে। কিন্তু শ্রীলেখার প্রিয় পোষ্য সারমেয় করণ (কর্ণ) কিছুতেই সহ্য করতে পারছে না মিঁয়া সাহেবকে।

বিল্লির গন্ধ লেগে রয়েছে শ্রীলেখার সারা শরীরে। ফলে বাড়ির চারপাশের বিড়ালরাও তাঁর সান্নিধ্য চাইছে। এক মিনি লিফ্টের কাছে এসে শ্রীলেখার সঙ্গে উপরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল। অভিনেত্রীর পায়ে লুটিয়ে পড়েছিল সে। তাকে উপেক্ষা করে কিছুতেই নিজের ঘরে ঢুকতে পারছিলেন না শ্রীলেখা। তাকে যতই না চলে যেতে বলছিলেন, ততই সেই মিনি নাছোড়। এই আকুতি দেখে প্রাণ কেঁদে উঠেছিল ‘কেয়ার গিভার’ শ্রীলেখার। ফের জেগে ওঠে তাঁর মাতৃসত্ত্বা।

ডুকরে কেঁদে ওঠেন সেখানেই। আর বলতে থাকেন, “জানি আমি পাগল। ওদের প্রেমে পাগল। ওদের জন্য কিছু করতে পারি না। এই কান্না মিথ্যা নয়। যাঁরা বলেন মিথ্যা, তাঁদের বলব কিস্সু যায় আসে না আমার।” তারপর একটি অপূর্ণ ইচ্ছার কথাও বললেন কাঁদতে-কাঁদতে, “আমার কিচ্ছু চাই না। একটা বিরাট বড় বাড়ি চাই। সেই বাড়িতে আমি ওদের রাখব।”

Next Article