তরুণীদের হার্টথ্রব যশ দাশগুপ্ত। সেই যশই এবার মহাবিপাকে। গত ২৪ ঘণ্টায় ঘটে গিয়েছে তাঁর সঙ্গে এমনকিছু যার দায়ভার তাঁর নয় বলেই জানিয়েছেন যশ। যশের একটি ফেসবুক পেজ রয়েছে। তা ভেরিফায়েড, নিত্যদিন সেখান থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন অভিনেতা। অনুরাগীর সংখ্যাও প্রায় ১৬ লক্ষের উপর। এবার সেই অ্যাকাউন্টই হ্যাকড হয়েছে বলে জানিয়েছেন যশ। টুইটারের মাধ্যমে সে খবর সকলের কাছে পৌঁছে দিয়ে যশ লেখেন, “আমার অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। গত ২৪ ঘণ্টায় যদি আমার ফেসবুক পেজ থেকে কোনওরকম সন্দেহজনক কাজ দেখতে পান তবে তা আমার অনুমতি ছাড়াই করা হয়েছে। আমার টিম অ্যাকাউন্টির নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে।”
তারকাদের ফেসবুক হ্যাক হওয়া নতুন ব্যাপার নয়। এর আগে অভিনেত্রী মানালি দে থেকে শ্রুতি দাস, গায়ক-সুরকার জয় সরকারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হ্যাকড হওয়ার ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। এঁদের মধ্যে কেউ কেউ পুরনো অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন, কাউকে যদিও খুলতে হয়েছে নতুন অ্যাকাউন্ট। ডিজিটাল যুগে তারকাদের জনসংযোগ স্থাপনের অন্যতম প্রধান মাধ্যম হল সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার নিরাপত্তাই যদি বিঘ্নিত হয়, তা যে সমস্যার, তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে বহুদিন রাজত্ব করছেন যশ। তবে বিগত দুই বছর ধরে তাঁর কাজের থেকেও বেশি চর্চা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। ২০২১ সালে পুজোর ঠিক আগেই মা হয়েছিলেন নুসরত জাহান, বাবা হয়েছিলেন যশ। পুজোর সময়েই ছেলের ছবি শেয়ার করে চমকে দিয়েছিলেন সাংসদ। এক ফ্রেমে তিনি যশ ও ঈশানকে দেখে চলেছিল নানা চর্চা। তবে তার চেয়েও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুসরতে মাথায় সিঁদুরের চিহ্ন। তিনি ও যশ কি বিবাহিত উঠেছিল সে প্রশ্নও। বছর ঘুরতে যদিও সে বিতর্কও চাপা পড়ে গিয়েছে। তবে পুরোপুরি বন্ধ হয়নি। কিছু দিন আগেই নতুন বাংলা ছবির ঘোষণা করেছেন যশ ও নুসরত। ওই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। বলিউডেও নিজের ঘাঁটি গেড়েছেন যশ। ‘ইয়ারিয়া ২’-তেও দেখা যাবে তাঁকে।