Yash Dasgupta: এক দৃষ্টে চেয়ে আছে সামনের দিকে, ‘নির্বুদ্ধিতা’ কমিয়ে ফেলতে চাইছেন যশ!

নুসরত জাহানের সঙ্গে সঙ্গেই সংবাদ শিরোনামে রয়েছেন তাঁর বিশেষ বন্ধু তথা অভিনেতা যশও। ইনস্টাগ্রামে যশের নতুন পোস্টও কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে।

Yash Dasgupta: এক দৃষ্টে চেয়ে আছে সামনের দিকে, 'নির্বুদ্ধিতা' কমিয়ে ফেলতে চাইছেন যশ!
যশ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 11:38 AM

গতকাল ছিল সাদা-কালো ছবি। আজ তা বদলে হয়েছে রঙিন। লাল টিশার্ট। নিচে জিন্সের হাফ শর্টস। যশ দাশগুপ্ত এক দৃষ্টে চেয়ে আছে সামনের দিকে। ভাব এমন কিছু চলছে তাঁর মনের অন্দরে। ক্রমাগত ধেয়ে আসছে সে সব চিন্তা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে যশ লিখলেন, ‘নির্বুদ্ধিতার তাড়াহুড়ো কম, মননশীল ম্যাজিক বেশি’।

গত কয়েক মাস ধরে চলছে যশের ইঙ্গিতবাহী পোস্ট। বাদ যাননি বিশেষ বন্ধু নুসরতও। বৃহস্পতিবার তাঁর একপাশে ছিল বুদ্ধমূর্তি। উৎসুক চাহিনেতে দেখা যায় অভিনেতা যশকে। ক্যাপশনে যশ যা লিখেছিলেন তার বাংলা তর্জমা করলে যা দাঁড়ায় তা হল—‘ সত্যিকারে জ্ঞান এটা জানা যে আপনি কিছুই জানেন না…’। পোস্টের ঠিক নিচে অভিনেত্রী-সাংসদ নুসরতের কমেন্ট। নুসরত জাহান লেখেন, ‘ক্যাপশনের সঙ্গে সহমত’। বেশ কয়েকদিন ধরে যশ-নুসরত দিয়ে চলেছেন একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট। এমনকি কিছু ছবি এমন তাঁদের ইনস্টা ওয়ালে, যা দেখে অনেকে মনে করছেন তাঁরা রয়েছেন এক জায়গাতে।

View this post on Instagram

A post shared by Yash (@yashdasgupta)

তবে, বহুদিন পরে একজন অন্যজনের পোস্টে করলেন কমেন্ট।

গত কয়েকদিন ধরেই শিরোনামে যশের বিশেষ বন্ধু নুসরতের ব্যক্তিজীবন। তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর তা আরও বেশি করে চর্চায় আসে। তবে সে সবে পাত্তা দিতে নারাজ তিনি। ইনস্টাগ্রামে অনবরত চলছে আপডেট দেওয়া। গত কয়েকদিনে ইনস্টা স্টোরি আর পোস্ট মিলিয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন অভিনেত্রী। তাই নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ার অন্দরমহলে। নুসরত জাহানের সঙ্গে সঙ্গেই সংবাদ শিরোনামে রয়েছেন তাঁর বিশেষ বন্ধু তথা অভিনেতা যশও। ইনস্টাগ্রামে যশের নতুন পোস্টও কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে।

কিছুদিন আগে সংবাদমাধ্যেমকে দেওয়া নুসরতের বিবৃতিতে ‘তুরস্কের বিবাহ বিধি’ এবং ‘লিভ-ইন’ সম্পর্কের যে উল্লেখ ছিল, তাঁকে কেন্দ্র করে ওঠা প্রশ্নের এখনও কোনও উত্তর মেলেনি: জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন?

আরও পড়ুন Surekha Sikri: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, শোকস্তব্ধ শিল্পীমহল