আইসোলেশনে বাড়ি থেকেই শুটিং, করোনা জয় করে ফ্লোরে ফিরলেন তন্বী
তন্বী জানালেন, ‘মিঠাই’-এর সেটে করোনা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে শুটিং হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কম শিল্পী নিয়ে কাজ হচ্ছে।
জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর তোর্ষাকে তো দর্শক প্রতিদিন পর্দায় দেখেন। অর্থাৎ অভিনেত্রী (Actress) তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। কয়েক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তন্বী। তবে ফের তিনি কাজে ফিরেছেন। শুধু তাই নয়, আইসোলেশনে থাকার সময় বাড়ি থেকেও শুটিং করেছিলেন অভিনেত্রী।
তন্বী বললেন, “গত বুধবার থেকে ফ্লোরে এসে শুটিং শুরু করেছি। করোনার রিপোর্ট পজিটিভ আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইন ছিলাম। সে সময় বাড়ি থেকে ফোনে শুট করছিলাম। স্ট্যান্ডে রেখে অন্য ফোন দিয়ে শুট করেছি। রিপোর্ট নেগেটিভ আসার পর ফ্লোরে আসছি। আপাতত দুর্বলতা নেই।”
View this post on Instagram
তন্বী জানালেন, ‘মিঠাই’-এর সেটে করোনা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে শুটিং হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কম শিল্পী নিয়ে কাজ হচ্ছে। তাঁর কথায়, “সন্ধে আটটায় প্যাক আপ হচ্ছে। খাবার বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। ঢোকার সময় তাপমাত্রা দেখা হচ্ছে। দেখুন, ভয়টা আছেই। তবে কাজ তো করতেই হবে। ফ্লোরে মাস্ক পরেই যাচ্ছি। মনিটর বা শটের সময় খুলছি।”
তন্বী আরও জানান, আইসোলেশন পর্বে একা থাকা যে কোনও রোগীর পক্ষেই কষ্টের। সে সময় যতটা সম্ভব প্রিয়জনদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছিলেন তিনি। কোনও ভাবেই একাকীত্ব যাতে গ্রাস না করে, সে দিকে খেয়ার রাখার পরামর্শ দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে। এর মধ্যে চিকিৎসকের পরামর্শ মতো সর্বস্তরে সাবধানতা মেনে চলার অনুরোধ করেছেন। তাঁর মতে, কাজ ছাড়া থাকা সম্ভব নয়। কিন্তু সব রকম স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতে হবে। ঠিক যেমন মেনে চলছেন মিঠাই-এর সদস্যরা।
আরও পড়ুন, শ্রাদ্ধবাসরে গিয়ে কাঁদার জন্য পাঁচ লক্ষ টাকার অফার পেয়েছিলেন চ্যাঙ্কি পাণ্ডে!