Top Picks for Weekend : উইকেন্ডে দেখার মত কয়েকটি শ্রেষ্ঠ সিনেমা ও সিরিজ

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 08, 2021 | 2:30 PM

জীবন ও জীবিকার মাঝে তার ট্র্যাক রাখা আপনার পক্ষে সত্যিই খুব কঠিন। তাই, আপনার সেই পরিশ্রমকে লঘু করতে আমরা সাজেস্ট করছি বিশেষ ৫ টি সিনেমা যা আপনি উইকেন্ডে দেখতে পারেন OTT কিংবা সিনেমা হলে।

Top Picks for Weekend : উইকেন্ডে দেখার মত কয়েকটি শ্রেষ্ঠ সিনেমা ও সিরিজ

Follow Us

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে প্রতিদিন কিছু না কিছু নতুন কাজ যোগ হতেই থাকে। জীবন ও জীবিকার মাঝে তার ট্র্যাক রাখা আপনার পক্ষে সত্যিই খুব কঠিন। তাই, আপনার সেই পরিশ্রমকে লঘু করতে আমরা সাজেস্ট করছি বিশেষ ৫ টি সিনেমা যা আপনি উইকেন্ডে দেখতে পারেন OTT কিংবা সিনেমা হলে।

 

১) সুইসাইড স্কোয়াড (Suicide Squad) :

জেমস গানের সুইসাইড স্কোয়াড বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে। মার্গট রবি, ইদ্রিস এলবা, জন সিনা, জোয়েল কিনামান, ভায়োলা ডেভিস, জে কোর্টনি অভিনীত ছবিটি ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা পেয়েছে। Warner Bros ব্যানারে মুক্তি পাওয়া এই ডার্ক কমেডিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস প্রবলমাত্রায়।

 

২) ডায়াল ১০০ (Dial 100) :

বলিউড থ্রিলার ডায়াল ১০০, রেনসিল ডি’সিলভার লেখা আর তিনিই পরিচালনা করেছেন। শুক্রবার থেকে ZEE5-এ স্ট্রিমিং শুরু হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, নীনা গুপ্তা এবং সাক্ষী তানওয়ার। বেশ খানিকটা ইতিবাচক রিভিউ পেয়েছে এই থ্রিলার।

 

৩) নাভারসা (Navarasa) :

নয়টি চলচ্চিত্রের নৃত্যনাট্য নাভারসায় রথীন্দ্রন প্রসাদ, অরবিন্দ স্বামী, বিজয় নাম্বিয়ার, গৌতম বাসুদেব মেনন, সার্জুন কেএম, প্রিয়দর্শন, কার্তিক নরেন, কার্তিক সুবরাজ এবং বসন্তের গল্প রয়েছে। এই সিরিজ নিয়ে মিক্সড রিভিউ থাকলেও, বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী, প্রকাশ রাজের মত অভিনেতাদের চাক্ষুষ করার জন্য দেখাই যায়।

 

৪) দশরথম (Dasharatham):

কৃতী স্যানন এবং পঙ্কজ ত্রিপাঠি অভিনীত মিমি নেটফ্লিক্সে দেখে নিয়েছেন? আপনি কী মনে করেন সারোগেসির বিষয়টিকে আরো ভালোভাবে তুলে ধরা যেত? তাহলে মোহনলালের ‘দশরথম’ দেখতে পারেন। শুরুর দিকে সিনেমাটিকে একটি সাধারণ সাবলীল গল্পের পর্যায়ে মনে হলেও সময়ের সাথে সাথে চিত্রনাট্য অন্যদিকে মোড় নিতে শুরু করে।

Next Article