কনের চুল বাঁধা হয়ে গিয়েছে। মেকআপও প্রায় কমপ্লিট। সম্পূর্ণ তৈরি হতে আর কিছুটা সময় বাকি। বর এসে পড়বে যে কোনও সময়। তাই ব্যস্ততা রয়েছে বাড়িতে। কনে অর্থাৎ তৃণা সাহা (Trina Saha)। হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেত্রী তৃণা। কয়েকদিন আগেই দর্শক জেনেছিলেন, তৃণার বিয়ে আগামী ফেব্রুয়ারিতে। তাহলে ডিসেম্বরেই কনের সাজে তিনি তৈরি কেন?
তৃণা কনের সাজে তৈরি বটে। সে ভিডিও শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়। আবার অপেক্ষাও করছেন বরের জন্য। কিন্তু সে সবই রিল লাইফের গল্প। বাস্তবে তৃণার বিয়ে ফেব্রুয়ারিতেই। পাত্র অভিনেতা নীল ভট্টাচার্য।
আরও পড়ুন, করোনার ভ্যাকসিন কবে বেরবে, প্রশ্ন করছে ইউভানও
এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা। তাঁর চরিত্রের নাম গুনগুন। ধারাবাহিকে গুনগুনের বিয়ের গল্পই এখন দেখছেন দর্শক। তারই প্রস্তুতির ছবি শেয়ার করেছেন তৃণা। লেহেঙ্গা, কস্টিউম জুয়েলারি, শাঁখা-পলার সাজে ঠিক যেন নতুন কনে।
২০২১-এর ৪ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৃণা-নীল। ২০১১-এ এমবিএ পড়তে গিয়ে দুজনের আলাপ। তবে তখন শুধুই বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে প্রেম পরিণতি পায়। মাঝে এক বছরের জন্য দিল্লি চলে গিয়েছিলেন তৃণা। তখন নাকি তাঁদের তেমন যোগাযোগ ছিল না। কলকাতায় ফিরে ফের যোগাযোগ শুরু হয়। ২০১৬-এ নীলের জন্মদিনের দিন তৃণা জানান মনের কথা। কিছুদিন চুপ করে থাকার পর ২০১৭-এ তৃণার জন্মদিনে নীল প্রোপোজ করেন। বিয়ের দিন ট্র্যাডিশনাল বেনারসিতেই সাজতে চান তৃণা। সঙ্গে থাকবে ট্র্যাডিশনাল সোনার গয়না। নীলের পরনেও থাকবে ট্র্যাডিশনাল পোশাক। রিসেপশনের জন্য ডিজাইনার কিছু বেছে নিতে পারেন তাঁরা।
আরও পড়ুন, নতুন জার্নি শুরু করছেন শিল্পা শেট্টি, কী জানেন?
নীল এখন ‘কৃষ্ণকলি’ নিয়ে ব্যস্ত। তৃণার চলছে ‘খড়কুটো’র শুটিং। বিয়ের পরও একই রকম ভাবে কাজ করবেন এই জুটি। তবে তার মধ্যেও সময় করে পছন্দের হনিমুন ডেস্টিনেশ গ্রিসে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।