সিনেপাড়ায় তৃপ্তির বাজিমাত, দীপিকার জায়গা নায়িকা নিতেই বিশেষ বন্ধু লিখলেন…

তৃপ্তি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র জুটি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘অ্যানিমাল’-ছবিতে। সেই সাফল্যের রেশ ধরে ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা ‘স্পিরিট’-এ, যেখানে মুখ্য চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। 

সিনেপাড়ায় তৃপ্তির বাজিমাত, দীপিকার জায়গা নায়িকা নিতেই বিশেষ বন্ধু লিখলেন...

| Edited By: জয়িতা চন্দ্র

May 25, 2025 | 3:45 PM

গত কয়েকদিন ধরেই দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র আগামী ছবি ‘স্পিরিট’ নিয়ে নানা জল্পনা ছিল তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল, এই ছবির নায়িকা হচ্ছেন দীপিকা পাড়ুকোন। তবে সম্প্রতি জানা গিয়েছে, দীপিকা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন, এবং তাঁর জায়গায় এসেছেন তৃপ্তি দিম্রি। সূত্রের খবর অনুযায়ী, দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ও কাজের নির্দিষ্ট সময়ের শর্তের সঙ্গে প্রযোজক একমত হতে না পারায় বিপত্তি। এরপরই ‘অ্যানিমাল’-খ্যাত তৃপ্তি দিম্রিকে ছবিতে নেন পরিচালক।

তৃপ্তি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র জুটি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘অ্যানিমাল’-ছবিতে। সেই সাফল্যের রেশ ধরে ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা ‘স্পিরিট’-এ, যেখানে মুখ্য চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। এই ছবির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা, যা এই ছবিকে অন্যতম বিগ বাজেট ছবির তালিকায় জায়গা করে দেবে। ছবির শুটিং ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। গত ২ দিন ধরে এই ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার খবর ভাইরাল হওয়ার পরই সকলের নজর ছিল, এবার কোন নায়িকা, সেই খোঁজ। অবশেষে তৃপ্তি অনুরাগীদের মুখে আরও একবার হাসি। হাসি তাঁর বিশেষ বন্ধুর মুখেও। তাঁর চর্চিত প্রেমিক সাম মার্চেন্ট তাঁকে শুভেচ্ছাবার্তা জানান।

গত ২ বছরে যেভাবে একের পর এক প্রজেক্ট পেয়েছেন তৃপ্তি, লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাঁর পারিশ্রমিক, তা এক কথায় বলতে গেলে সকলেরই নজর কেড়েছে। সদ্য ‘ধড়ক ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে তাঁকে। তবে এবার প্রভাসের বিপরীতে তৃপ্তি জায়গা করে নেওয়ায় আরও একবার চর্চা তুঙ্গে।