
অল্পদিনেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ছবি প্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তা সত্ত্বেও কী নিয়ে আফসোস অভিনেত্রীর? একটি বিশেষ বিভাগে পুরষ্কার পাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ঠিক কী হয়েছিল? মন খারাপ অভিনেত্রীর?
আসলে পুরো বিষয়টাই ঘটেছে মজার ছলে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তৃপ্তি লেখেন, যদি দেরিতে পোস্ট করার জন্য কোনও পুরস্কারের বিভাগ থাকত, তাহলে সেই পুরস্কার তিনি নিশ্চিতভাবেই জিততেন। আসলে বিষয়টি হল, তৃপ্তি তাঁর আসন্ন ছবি ‘ও রোমিও’–এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন প্রায় এক সপ্তাহ পরে। অনুষ্ঠানটি আগেই হয়ে গেলেও, সেই দিনের ছবি এতদিন পর শেয়ার করায় নিজেই নিজেকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী।
বুধবার, ২৮ জানুয়ারি তৃপ্তি ইনস্টাগ্রামে সেই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিতে তাঁকে দেখা যায় সাদা রঙের একটি সুন্দর আনারকলি পোশাকে। ঢিলেঢালা ও মার্জিত পোশাকের সঙ্গে ছিল সোনালি কাজ করা একটি মানানসই ওড়না। পুরো সাজের সঙ্গে তিনি পরেছিলেন জুত্তি, যা লুকটিকে আরও পরিপূর্ণ করেছে।
গয়নার ক্ষেত্রে তৃপ্তি বেছে নিয়েছিলেন নানা রঙের পাথরের কাজ করা অক্সিডাইজড কানের দুল। সঙ্গে একটি নীল রঙের সরু হার তাঁর পোশাকে আলাদা মাত্রা যোগ করেছে। সাজে বাড়াবাড়ি না করে তিনি ন্যাচারাল মেকআপ রেখেছিলেন এবং চুল খোলা রেখেই লুকটি সম্পূর্ণ করেছিলেন।
পোস্টের প্রথম ছবিতে তৃপ্তির হালকা মেকআপ ও চুলের স্টাইলের ক্লোজ় লুক দেখা যায়। পরের ছবিগুলিতে ধরা পড়ে তাঁর পুরো সাজ।
তৃপ্তির অনুরাগীরা তাঁর এই রসিকতায় বেশ মজা পেয়েছেন। অনেকে কমেন্টে তাঁর সাজের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ দেরিতে পোস্ট করার বিষয়টি নিয়েও মজার মন্তব্য করেছেন।
সব মিলিয়ে, ‘ও Romeo’ ছবির ট্রেলার লঞ্চের সাজ হোক বা নিজের পোস্ট নিয়ে আত্মরসিকতা তৃপ্তি দিমরি আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও সহজ-সরল ও স্বতঃস্ফূর্ত।