e

আবারও নিজের ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনায় বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। চর্চিত প্রেমিক শ্যাম মার্চেন্টের জন্মদিন উপলক্ষে তৃপ্তি সোশ্যাল মিডিয়ায় শ্যামের সঙ্গে কাটানো কিছু অদেখা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন, যা প্রকাশ্যে আসতেই ভক্তদের কৌতূহল নতুন করে বেড়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে দেখা গিয়েছে, কখনও একসঙ্গে সেলফি, কখনও ভ্রমণের ফাঁকে ক্যামেরাবন্দি হাসিখুশি মুহূর্ত। ছবিগুলো খুবই সাধারণ হলেও তাতেই ধরা পড়েছে দুজনের ঘনিষ্ঠতা। তৃপ্তি জন্মদিনের শুভেচ্ছা আবেগঘন ক্যাপশন দিয়েছেন। তিনি স্যামের জন্য ভালোবাসা, আনন্দ আর সুখ কামনা করেছেন। এই ছোট্ট বার্তাই আবার জোরালো করেছে তাঁদের সম্পর্কের গুঞ্জন।
জানেন কে এই শ্যাম মার্চেন্ট? শ্যাম পেশায় একজন উদ্যোগপতি। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি রয়েছে। গোয়ায় তাঁর একাধিক জনপ্রিয় প্রোজেক্ট রয়েছে এবং তিনি ভ্রমণ ও লাইফস্টাইল নিয়ে কাজ করতে ভালোবাসেন।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন শ্যাম। তৃপ্তি ও শ্যামের পরিচয় এবং বন্ধুত্ব যে ধীরে ধীরে ঘনিষ্ঠতায় বদলেছে, এমনটাই মনে করছেন অনেকে। এর আগেও একাধিকবার তৃপ্তি ও শ্যামকে একসঙ্গে দেখা গিয়েছে। কখনও বিদেশ সফর, কখনও ছুটির মুহূর্ত, কখনও আবার উৎসবের সময় বিভিন্ন ছবিতে তাঁদের একসঙ্গে উপস্থিতি নজর এড়ায়নি নেটিজেনদের।
যদিও দু’জনের কেউই এখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবু এই জন্মদিনের পোস্ট নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে ভক্ত মহলে।
অন্যদিকে, কাজের দিক থেকেও তৃপ্তি দিমরির সময়টা বেশ গুরুত্বপূর্ণ। ‘অ্যানিম্যাল’ ছবির পর তাঁর জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। দর্শকের একাংশ তাঁকে বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবে দেখছেন। একের পর এক নতুন প্রজেক্টে কাজ করছেন তিনি।
তৃপ্তি ও স্যামের এই জন্মদিনের ছবি আপাতত ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। সম্পর্কের সত্যতা নিয়ে ধোঁয়াশা থাকলেও, তাঁদের মধ্যে যে একটা বিশেষ বন্ধন রয়েছে, তা বুঝতে পারছেন সকলেই। ভবিষ্যতে তাঁরা এই সম্পর্ক নিয়ে মুখ খুলবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।