‘সাত বছরের সম্পর্ক ভেঙেছে, এখন সে বিবাহিত, রয়েছে সন্তান’, মুখ খুললেন সঞ্জয়-কন্যা ত্রিশলা

Apr 25, 2021 | 5:37 PM

রাখঢাক না করেই ত্রিশলা উত্তর দেন, 'সাত বছর'। বিচ্ছেদের কারণ নিয়ে তাঁর পরিষ্কার মন্তব্য, " কেন শেষ হয়েছিল সে বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না, তবে এ টুকু বলতে চাই ওটি একটি যৌথ সিদ্ধান্ত ছিল।"

সাত বছরের সম্পর্ক ভেঙেছে, এখন সে বিবাহিত, রয়েছে সন্তান, মুখ খুললেন সঞ্জয়-কন্যা ত্রিশলা
বাবার সঙ্গে

Follow Us

ব্রেক আপ নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত। জানালেন, মন ভাঙার কথা। এ-ও জানালেন সেই ব্যক্তির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিলেন। ইনস্টাগ্রামের আস্কি মি এনিথিং প্রশ্ন-উত্তর পর্বে এক নেটিজেন তাঁর কাছে জানতে চান তাঁর কোন সম্পর্ক সবচেয়ে বেশি বছর টিকেছিল? জানতে চান কেন তা শেষও হয়ে গিয়েছিল?

রাখঢাক না করেই ত্রিশলা উত্তর দেন, ‘সাত বছর’। বিচ্ছেদের কারণ নিয়ে তাঁর পরিষ্কার মন্তব্য, ” কেন শেষ হয়েছিল সে বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না, তবে এ টুকু বলতে চাই ওটি একটি যৌথ সিদ্ধান্ত ছিল।” তিনি যোগ করেন, “ওই ব্যক্তি অন্য এক রকমের জীবনের জন্য তৈরি ছিলেন, আমি ছিলাম না। সাত বছরে মতের নানা অমিল দেখা যায়। আর সেই জন্যই আমরা একে অপরকে ছেড়ে চলে আসি।”

আরও পড়ুন– Oscar 2021: সেরা ছবির মনোনয়ন পাওয়া এই ৮টি ছবির কোনটি আপনার পছন্দের?


ত্রিশলা এ-ও জানান, বর্তমানে সেই ব্যক্তি বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে। যদিও তাঁর দাবি তাঁর প্রাক্তনের জন্য খুশি তিনি। জানিয়েছেন আগামী দিনের শুভেচ্ছা বার্তা। বিচ্ছেদ হওয়ার পর ত্রিশলা যে আবারও সম্পর্কে জড়াননি এমনটা কিন্তু নয়। তবেঁ সেই সম্পর্কেও নেমে এসেছিল বিপর্যয়। না ব্রেক আপ নয়। ১৯ সালের ২ জুলাই মৃত্যু হয় তাঁর ইটালীয় প্রেমিকের। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা সময় লেখালিখিও করেছিলেন তিনি। যদিও মৃত্যুর কারণ আজও অজানা।

ত্রিশলা বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা। সঞ্জয় দত্তের প্রথম পক্ষের স্ত্রী রিচা শর্মার কন্যা ত্রিশলা। ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে মারা যান রিচা।

Next Article