AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কীভাবে বিয়েটাকে…’, আদৃত-কৌশাম্বীর সম্পর্কের আসল ছবি সামনে!

Adrit-Kaushambi: ‘মিঠাই’ চলাকালীন সৌমিতৃষার সঙ্গে আদৃতের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এও শোনা যায় এক প্রচ্ছন্ন ভাললাগা ছিল দুই তরফেই। কিন্তু যা ভাবা হয় তাই কি হয় সবসময়?

'কীভাবে বিয়েটাকে...', আদৃত-কৌশাম্বীর সম্পর্কের আসল ছবি সামনে!
আদৃত-কৌশাম্বী।
Follow Us:
| Updated on: May 16, 2024 | 10:43 PM

‘এক বছরও বিয়ে টিকবে না’, ‘দেখানোর জন্য বিয়ে করেছে’, ‘সেলেবদের আর কী বিয়ে? কালকেই ডিভোর্স হবে’– বিয়ে হওয়া ইস্তক এ ধরনের নানা মন্তব্যের শিকার হতে হয়েছে আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীকে। এবার তাঁদের সম্পর্কের আসল চেহারা এল সামনে। আর যা দেখেই নেটিজেনদের একটা প্রতিক্রিয়া, ‘কীভাবে বিয়েটাকে টিকিয়ে রাখতে হয় তা ওদের থেকেই শেখা উচিৎ।” কী করেছেন আদৃত-কৌশাম্বী?

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে রিসেপশনে আদর করে আদৃতকে কেক খাইয়ে দিচ্ছেন কৌশাম্বী। কেক খাওয়ার পর ওই এঁটো হাতেই অবশিষ্ট কেক খেয়ে নিচ্ছেন তিনি। ওরা বলে, ‘এঁটো খেলে নাকি প্রেম বাড়ে’? সেই প্রচেষ্টাতেই রত কৌশাম্বী? ভক্তদের বক্তব্য, “যারা সমালোচনা করছেন, তাদের এই ভিডিয়োটা দেখা উচিৎ। ভালবাসা আসে যথেষ্টই। শুধু আপনারাই দেখতে পাচ্ছেন না?”

‘মিঠাই’ চলাকালীন সৌমিতৃষার সঙ্গে আদৃতের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এও শোনা যায় এক প্রচ্ছন্ন ভাললাগা ছিল দুই তরফেই। কিন্তু যা ভাবা হয় তাই কি হয় সবসময়? তাঁদের প্রেম কোনওদিনই পূর্ণতা পায়নি। বরং আদৃতের ‘দিদিয়া’ই হয়ে ওঠেন তাঁর ভালবাসার মানুষ। দুই বছর প্রেম করার পর গত ৯ মে এক হয়েছেন তাঁরা। জমিয়ে করছেন সংসার।