
ভারতের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE) সম্প্রতি তুরস্কের তৈরি ধারাবাহিক ও সিনেমা ভারতের OTT প্ল্যাটফর্মে সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে। এক সরকারি বিবৃতিতে দিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভারতের বিরুদ্ধে তুরস্কের কূটনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত।
FWICE হল ভারতের বিনোদন জগতের সবচেয়ে বড় সংগঠন। তাদের মতে, তুরস্ক ধারাবাহিকভাবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নিয়েছে, যা ভারতের পরিপন্থী। এই অবস্থানে ক্ষুব্ধ হয়ে FWICE চায়, ভারতীয় দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা তুর্কি কনটেন্টকে বয়কট করা হোক।
বিবৃতিতে FWICE স্পষ্ট করে জানায়:
“এমন একটি দেশের কনটেন্ট ভারতে স্ট্রিমিং হওয়া একেবারেই অনুচিত, যারা কাশ্মীর নিয়ে ভারতকে চ্যালেঞ্জ করে। এর ফলে সেই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব ভারতের মাটিতে বৃদ্ধি পাচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না।”
সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে, যাতে Netflix, Amazon Prime, Disney+ Hotstar, ZEE5, MX Player-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলোতে তুর্কি কনটেন্ট স্ট্রিমিং বন্দ করা হয়। শুধু তাই নয়, তুরস্কের প্রযোজক, নির্মাতা, কলাকুশলী এবং শিল্পীদের সঙ্গেও যেকোনও যৌথ প্রজেক্ট নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছে।
FWICE-এর মতে, এই পদক্ষেপ ভারতের জন্য যেমন সম্মানের হবে, তেমনই দেশের নিজস্ব শিল্প ও কনটেন্টের প্রচার বৃদ্ধিতে সাহায্য করবে। তুরস্কের কনটেন্ট বয়কটের দাবি ওঠার মূল কারণ, সম্প্রতি তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে এবং ভারতের সামরিক অভিযানের সমালোচনাও করেছে। এই ঘটনার জেরেই দেশজুড়ে শুরু হয়েছে তুরস্ক-বিরোধী মন্তব্য, যার প্রভাব পড়ছে বিনোদন ক্ষেত্রেও।