
বাবার সঙ্গে জন্মদিন শেয়ার করতে পারা, যে কোনও সন্তানের কাছেই স্পেশ্যাল। এই আনন্দ পেয়েছেন যাঁরা তাঁদের মধ্যে অন্যতম হলেন টুইঙ্কল খান্না (Twinkle Khanna)। আজ তিনি বার্থডে গার্ল। একই দিনে জন্ম তাঁর বাবা প্রয়াত অভিনেতা রাজেশ খান্নারও। রাজেশের আজ ৭৮তম জন্মবার্ষিকী।
টুইঙ্কল প্রথমে বাবা রাজেশ এবং মা ডিম্পল কাপাডিয়ার মতো অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নেন। পরে অভিনয় থেকে সরে আসেন তিনি। ইন্টিরিয়র ডিজাইনিংয়ে মন দেন। আর নিজের পছন্দের লেখাতে সময় দেন। গত কয়েক বছরে টুইঙ্কলের বই প্রকাশিত হয়েছে। লেখক হিসেবে তাঁর নিজস্ব পাঠকও তৈরি হয়েছে।
বরাবরই স্পষ্ট কথা বলতে ভালবাসেন টুইঙ্কল। বয়স তাঁর কাছে নিতান্তই এক সংখ্যামাত্র। একবার তাঁকে প্রশ্ন করা হয়, অক্ষয় কুমারকে বিয়ে করার পরও তিনি নিজের পদবী কেন পরিবর্তন করেননি? এর জবাবে চাঁচাছোলা ভাষায় টুইঙ্কল বলেছিলেন, “আমি কেন খান্না থেকে কুমার হলাম না, তার উত্তর খুব সহজ। আমি একজন মানুষ। আমি বিয়ে করেছি। কোনও কোম্পানি তো নই, যে অমুক ব্র্যান্ড এই কোম্পানিকে কিনে নিয়েছে বলে তার নাম পরিবর্তন করতে হবে!”
আরও পড়ুন, রাজেশ প্রযোজিত কোন ছবিতে অডিশন দিয়েও সুযোগ পাননি অক্ষয়?
বাবা অর্থাৎ রাজেশের সঙ্গে তাঁর বন্ধুর মতো সম্পর্ক ছিল। স্কুলে পড়ার সময় টুইঙ্কলের কোনও বয়ফ্রেন্ড ছিল না। তা জানতে পেরে রাজেশ নাকি বলেছিলেন, অন্তত চার-পাঁচজন বয়ফ্রেন্ড থাকা উচিত। আবার তাঁর মা যে একেবারেই রান্না করতে পারেন না, তাও প্রকাশ্যে বলতে কোনও দ্বিধা করেননি টুইঙ্কল। ছেলে আরভ তাঁর নম্বর নাকি নিজের ফোনে ‘পুলিশ’ নামে সেভ করেছে! এ তথ্যও ফাঁস করে দিয়েছিলেন স্বয়ং টুইঙ্কল!