‘ছড়ার নামে নাম হলে মন্দ কী’ কেন এমন বললেন টুইঙ্কল খান্না?

রণজিৎ দে |

Feb 09, 2021 | 12:51 PM

টুইঙ্কল খান্না লেখিকা। শব্দ নিয়ে উনি খেলতে পারেন। তাঁর সেন্স অফ হিউমরও বেশ প্রখর। সম্প্রতি নিজের ইনস্টা পোস্টে টুইঙ্কল লিখেছেন “ছড়ার নামে নাম হলে মন্দ কী।” কেন এমন লিখলেন তিনি?

‘ছড়ার নামে নাম হলে মন্দ কী’ কেন এমন বললেন টুইঙ্কল খান্না?
টুইঙ্কল খান্না

Follow Us

টুইঙ্কল খান্না লেখিকা। শব্দ নিয়ে উনি খেলতে পারেন। তাঁর সেন্স অফ হিউমরও বেশ প্রখর। সম্প্রতি নিজের ইনস্টা পোস্টে টুইঙ্কল লিখেছেন “ছড়ার নামে নাম হলে মন্দ কী।” কেন এমন লিখলেন তিনি?

সোমবার সন্ধ্যেবেলায় টুইঙ্কলের মেয়ে নিতারা গিটারে ‘ টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ বাজাচ্ছিলেন। খুব চেনা এই ছড়া। তবু মেয়ের গিটারে এই চেনা ছড়ার সুর মায়ের মনে এক অচেনা চোরা টান তৈরি করে। ছড়ায় নিজের নাম আরও একবার শুনে নতুন করে আবেগে ভাসেন তিনি। সঙ্গে সঙ্গে মেয়ের গিটার বাজানোর ভিডিয়ো নিজের ইনস্টাতে পোস্ট করে টুইঙ্কল লিখে ফেলেন “ও আমার জন্যই বাজাচ্ছিল। ছড়ার নামে নাম হলে মন্দ কী।” এই লেখাটার পরই ভালবাসার ইমোজিতে ভেসে যায় সেই পোস্ট।

মামেয়ের এই ধরণের ইনস্টা পোস্ট অবশ্য নতুন কিছু নয়। টুইঙ্কলের ইনস্টাতে নিতারার কার্যকলাপ মাঝে মাঝেই ফুটে ওঠে। কিছুদিন আগেই নিতারার পড়াশোনা নিয়ে চমৎকার একটা পোস্ট দিয়েছিলেন টুইঙ্কল। তিনি লিখেছিলেন “ তোমার একটা কোটা আছেপ্রতিদিন ২৫টা পাতা পড়বে তুমি।” মায়ের কাছে মেয়ের প্রশ্ন “ তোমার কোটা কে ঠিক করে দেয় মামা?” টুইঙ্কল লিখেছেন “এটা নেহাতই বড়দের একটা চালাকি। তোমার নিজের কোটা নিজেই ঠিক কর,এবং চেষ্টা কর সেই কোটা শেষ করতে।”

টুইঙ্কল খান্না অনেকগুলো ‘বেস্ট সেলার’ বইয়ের লেখিকা। এদের মধ্যে ‘পায়জামাস আর ফরগিভিং’, ‘মিসেস ফানিবোনস’ উল্লেখযোগ্য। তিনি নিজে একজন ইন্টেরিয়র ডেকরেটরও। সম্প্রতি তিনি একটি ডিজিট্যাল কনটেন্ট কোম্পানি শুরু করেছেন, নাম দিয়েছেন ‘টুইক ইন্ডিয়া।’

আরও পড়ুন :জঙ্গল সাফারিতে আয়ুষ্মান খুরানা, পাশে স্ত্রী, পুত্র ও কন্যা

Next Article