AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিপাশার শরীর নিয়ে ৯ বছর ধরে ছিনিমিনি খেলা জনের! তারপর একদিন রাতে…

মুম্বইয়ে পৌঁছে খুব ছোট একটা ফ্ল্য়াটেই ঠাঁই হয়েছিল বিপাশা বসুর। সেই ফ্ল্য়াটে থেকেই মায়ানগরীতে স্ট্রাগল শুরু করেছিলেন তিনি। ঠিক সেই সময় পূজা ভাটের হাত ধরে জিসম ছবি। বিপরীতে জন আব্রহাম। এই ছবির শুটিং ফ্লোরেই, শুধু অভিনয়ের খাতিরেই প্রথমবার কাছে আসা।

বিপাশার শরীর নিয়ে ৯ বছর ধরে ছিনিমিনি খেলা জনের! তারপর একদিন রাতে...
| Updated on: May 12, 2025 | 2:06 PM
Share

বেতের মতো ছিপছিপে চেহারা। শ্যামবর্ণ। চোখের চাউনিতে যেন প্রেমের ছোবল। উষ্ণ কণ্ঠস্বরে যেকোনও পুরুষের হৃদয়ে কম্পন তৈরি করতেন বঙ্গললনা বিপাশা বসু। বহুদিন পর, এমন নায়িকাকে পেয়ে বলিউড একেবারে উত্তাল। তার উপর এই বাঙালিকন্যা সাহসীও বটে। জন আব্রাহমের সঙ্গে জিসম ছবিতে পর্দায় তাঁর অন্তরঙ্গ দৃশ্য এখনও, উত্তেজনার পারদকে তুঙ্গে করে দেয়। তবে শুধু পর্দাতেও কেন, বিপাশার শরীরের ভাঁজে, বাস্তবেও কাবু হয়েছিলেন সুঠাম চেহারার জন আব্রাহাম। অন্যদিকে, জনের পেশিবহুল শরীরেও বেকাবু হয়েছিলেন বিপাশা। সব মিলিয়ে এ যে রব নে বনাদি জোড়ি। সঠিক অর্থেই ‘দো জিসম এক জান’। তাই প্রেমে পড়তেও দেরি হল না। আর প্রেম মানেই ঝটপট লিভ ইন রিলেশন। কিন্তু তারপর হঠাৎ এমন কী হল, যার জন্য ভাঙল এই হট কপলের প্রেম?

শোনা যায়, মুম্বইয়ে পৌঁছে  ছোট একটা ফ্ল্য়াটেই ঠাঁই হয়েছিল বিপাশা বসুর। বিপাশা ও জন সাধ করে নিজেদের হাতেই সাজিয়ে ছিলেন সেই ফ্ল্যাট। সকাল সকাল নাকি দুজনে কফি হাতে ফ্ল্যাটের ছোট্ট বারান্দায় দাঁড়িয়ে নানা আলোচনায় ব্যস্ত থাকতেন। সেই ফ্ল্য়াটে থেকেই মায়ানগরীতে স্ট্রাগল শুরু করেছিলেন তাঁরা। ঠিক সেই সময় পূজা ভাটের হাত ধরে আসে জিসম ছবি। বিপরীতে জন আব্রহাম। এই ছবির শুটিং ফ্লোরেই, শুধু অভিনয়ের খাতিরেই প্রথমবার কাছে আসা। জিসম ছবির শুটিং চলতে চলতেই বন্ধুত্ব জমজমাট। ক্য়ামেরার সামনের কেমেস্ট্রি, টুক করে চলে গেল ক্য়ামেরার পিছনে। শোনা গিয়েছিল, এই ছবির পরেই বিপাশা ও জন ঠিক করলেন, একসঙ্গে থাকবেন। একই ফ্ল্য়াটে। অর্থাৎ দুজনেই সিদ্ধান্ত নিলেন লিভ ইন সম্পর্কে থাকার। শোনা যায়, বিয়ের প্ল্যানও করতে শুরু করেছিলেন জন ও বিপাশা। এমনকী, কলকাতায় নিজের বাড়িতেও জনকে নিয়ে এসেছিলেন মা-বাবার সঙ্গে পরিচয় করাতে। তা হঠাৎ এমন কী হল যে বিপাশাকে ভালোবেসেও, বিয়ে করলেন না নায়ক!

জনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর মূলত নিজেকে গুটিয়েই রেখেছিলেন বিপাশা। তবে বলিউডে থাকার খাতিরে মাঝে মাঝেই প্রকাশ্যে আসত, বলিউডের অন্য নায়কদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। স্বভাবতই, আঙুল উঠত বিপাশার দিকেই। তবে বিপাশার ঘনিষ্ঠ মহলের দাবি, জন নাকি কখনই মন থেকে বিপাশাকে মানতে পারেনি। বিপাশার স্বাধীনচেতা মনকে পছন্দ করতেন না জন। অধিকার ফলাতে চাইতেন। এমনকী, অনেকে দাবি করেন, বিপাশার শরীরকেই বেশি চাইতেন নায়ক, মনকে আঘাত দিতেন বেশি। তবে বিপাশা কখনই এসব সামনে আনেননি। উলটে নানা সাক্ষাৎকারে বলেছেন, বন্ধুত্ব ছিল, কিন্তু জনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কুৎসিত।

অন্যদিকে জনের ঘনিষ্ঠমহলের কাছে, বিপাশার সঙ্গে সম্পর্কে জন খুবই সিরিয়াস ছিলেন। তবে বিপাশাই নাকি ছুঁকছুঁক করতেন অন্য পুরুষদের দেখে। শোনা যায়, বিপাশা ও জনের মাঝখানে এসে পড়েছিলেন আরেক মডেল-নায়ক ডিনো মরিয়া। গুঞ্জনে রয়েছে, জন নাকি এক রাতের পার্টিতে ডিনো মরিয়ার সঙ্গে বিপাশাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। আর তারপরেই বিপাশাকে ছেড়ে দেওয়ার চরম সিদ্ধান্ত নেন। আবার শোনা যায়, বিপাশাকে কিছু না জানিয়েই নাকি ব্যাঙ্ক ম্য়ানেজার প্রিয়াকে গোপনে বিয়ে করেছিলেন জন। সেই প্রিয়ার জন্যই নাকি বিপাশা ছাড়েন তিনি। তবে এসব রটলেও, বিপাশা বা জন কেউ এই ব্রেকআপের আসল কারণ নিয়ে মুখ খোলেননি কখনও।

তবে এখন সময় গড়িয়েছে। বিপাশাও তাঁর সংসারে ব্যস্ত। অন্যদিকে, জন আব্রাহমও। বিপাশা বিয়ে করলেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। আর জন বিয়ে করলেন ব্যাঙ্ক ম্যানেজার প্রিয়াকে।