AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উত্তম, সৌমিত্র বাদ, সায়রা বানুর স্বামী হলেন চিন্ময় রায়! কীভাবে ঘটেছিল এমন অবিশ্বাস্য ঘটনা

তপন সিনহার কাছ থেকে সাগিনা মাহাতোর চিত্রনাট্য শোনার পরেই, ছবিটি করতে রাজি হয়ে যান সায়রা বানু। একে তো প্রথম বাংলা ছবি, তার উপর সায়রা উত্তম ও সৌমিত্রের দারুণ ভক্ত ছিলেন।

উত্তম, সৌমিত্র বাদ, সায়রা বানুর স্বামী হলেন চিন্ময় রায়! কীভাবে ঘটেছিল এমন অবিশ্বাস্য ঘটনা
| Updated on: May 20, 2025 | 7:32 PM
Share

সময়টা সাতের দশক। পরিচালক তপন সিনহা তৈরি করছেন ‘সাগিনা মাহাতো’। নায়ক দিলীপ কুমার। নায়িকা সায়রা বানু। সেই সময় এই ছবি হইচই ফেলে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। একে তো বাংলা ছবিতে দিলীপ-সায়রা জুটি, তার উপর কারাখানার ট্রেড ইউনিয়ান রাজনীতি নিয়ে ছবির গল্প। বিতর্কও উঠেছিল সাগিনা মাহাতো নিয়ে। তবে এই ছবির শুটিংয়ের সময় বেশ কিছু মজার ঘটনাও ঘটে। বিশেষ করে সায়রা বানু ও চিন্ময় রায়কে কেন্দ্র করে বহু মজার ঘটনার সাক্ষী ছিলেন পরিচালক তপন সিনহা।

তপন সিনহার কাছ থেকে সাগিনা মাহাতোর চিত্রনাট্য শোনার পরেই, ছবিটি করতে রাজি হয়ে যান সায়রা বানু। একে তো প্রথম বাংলা ছবি, তার উপর সায়রা উত্তম ও সৌমিত্রের দারুণ ভক্ত ছিলেন। সায়রা প্রথমে ভেবেছিলেন, ছবিতে তাঁর স্বামীর চরিত্রে হয়তো উত্তম বা সৌমিত্র কাজ করবেন। মনে মনে তেমনটিই আশা ছিল সায়রার। কিন্তু সব আশায় জল ঢাললেন চিন্ময় রায়। শোনা যায়, সাগিনা মাহাতো ছবির জন্য নাকি সৌমিত্র ও উত্তমের কাছেও গিয়েছিলেন তপন সিনহা। তবে সেই সময় বাংলার এই দুই নায়ক ব্যস্ততার জন্য তপন সিনহাকে ডেট দিতে পারেননি।

ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে উড়ে গিয়েছেন দিলীপ কুমার ও সায়রা বানু। সেখানে পৌঁছেছেন চিন্ময় রায়ও। ততদিনে সায়রা জেনে গিয়েছেন, উত্তম বা সৌমিত্র নয়, সাগিনা মাহাতো ছবিতে তাঁর স্বামীর চরিত্রে থাকবেন চিন্ময়। চিন্ময়কে অবশ্য চিনতেন না সায়রা। আর সেই কারণেই তপন সিনহা বলেছিলেন, শুটিং শুরুর আগে চিন্ময়ের সঙ্গে আলাপ করাতে। সায়রার অনুরোধ মেনেই তপন সিনহা, চিণ্ময়কে নিয়ে গেলেন সায়রার কাছে। চিন্ময়কে প্রথমবার দেখে সায়রা তো হতবাক! রোগা-পাতলা চেহারার এই মানুষটা আমার স্বামীর চরিত্রে অভিনয় করবে! প্রথমটা যেন বিশ্বাসই করতে পারেননি সায়রা। পরে অবশ্য চিন্ময়ের অভিনয় দেখে, সায়রা আপ্লুত হয়ে বলেছিলেন, চিন্ময় তুমি দারুণ অভিনেতা! শুটিংয়ের ফাঁকে নাকি ঘণ্টার পর ঘণ্টা চিন্ময়ের সঙ্গে আড্ডাও দিতেন সায়রা। আর অন্যদিকে বলিউড সুন্দরী সায়রাকে দেখে পাগলপাড়া মন চিন্ময়ের। শোনা যায়, সায়রাকে নাকি পাহাড় থেকে কেনা এক বিশেষ গয়নাও উপহার দিয়েছিলেন চিন্ময় রায়।