AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিং ফ্লোরে নগ্ন নার্গিসকে জাপটে ধরলেন সুনীল দত্ত! তারপর…

সুনীল দত্ত তখন সদ্য পা দিয়েছেন সিনেমার পর্দায়। সেই সুনীলের সঙ্গে যে রাজ কাপুরের চোখের মণি নার্গিসের বিবাহ হবে, তা আন্দাজ করতে পারেননি কেউই।

শুটিং ফ্লোরে নগ্ন নার্গিসকে জাপটে ধরলেন সুনীল দত্ত! তারপর...
Follow Us:
| Updated on: Jun 14, 2025 | 2:24 PM

ভারতীয় চলচ্চিত্রের দুই মহান তারকা নার্গিস ও সুনীল দত্তের বাস্তবের প্রেম যেকোনও ছবির চিত্রনাট্যকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। তাঁদের প্রেম শুরুতেই আগুন জ্বেলে দিয়েছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তখন নার্গিস, রাজ কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘প্যার হুয়া ইককার হুয়া’র সেই বৃষ্টিভেজা সুন্দরী। তাঁর চোখে সেই সময়ের পুরুষদের ভালোবাসা খুঁজে পেতেন। সেই ‘শ্রী ৪২০’-এর সাধারণ মেয়েটি ছিল সবার স্বপ্নসুন্দরী। অন্যদিকে, সুনীল দত্ত তখন সদ্য পা দিয়েছেন সিনেমার পর্দায়। সেই সুনীলের সঙ্গে যে রাজ কাপুরের চোখের মণি নার্গিসের বিবাহ হবে, তা আন্দাজ করতে পারেননি কেউই। কিন্তু এমন একটা ঘটনা ঘটে,  যার পরিণতি ঘটে বিয়েতে। একটা দুর্ঘটনাতেই প্রকাশ্য়ে চলে আসে তাঁদের প্রেম!

সালটা ১৯৫৭। মুক্তি পায় ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন ছবি ‘মাদার ইন্ডিয়া’। সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। পৌঁছে গিয়েছিল অস্কারের মঞ্চেও। এই ছবি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম এক ছবি। যা কিনা আজও সিনেমার পাঠে পড়ানো হয়। এই ছবির শুটিংয়েই ঘটে এমন দুর্ঘটনা যা কিনা সুনীল দত্ত ও নার্গিসকে কাছাকাছি এনে দেয়। আর প্রেম পায় শুভ পরিণতি। এই ঘটনার সবটা প্রকাশিত হয়, টি এস জর্জের লেখা ‘দ্য লাইফ অ্য়ান্ড টাইম অফ নার্গিস’ এবং কিশ্বর দেশাইয়ের লেখা ‘আ কালেকশন অফ নার্গিস’ নামের একটি বইয়ে। এছাড়াও সেই সময়কার নানা বিনোদনমূলক ম্য়াগাজিনে এই ঘটনার বিবরণ পাওয়া যায়।

কী ঘটেছিল মাদার ইন্ডিয়া ছবির শুটিংয়ে?

গুজরাটের সুরাটে চলছিল শুটিং। দৃশ্যে ছিল ক্ষেতে আগুন লাগার। ক্য়ামেরা চালু হতেই আগুন জ্বালানো হল। কিন্তু হঠাৎ হাওয়ার দাপটে সেই আগুন ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। আগুনের মাঝেই আটকে পড়েন নার্গিস। তাঁর কাপড়েও লাগে আগুন। ফলে শরীর থেকে খসে পড়ছিল পোশাক। ওই অবস্থাতেই নার্গিস ছুটতে শুরু করে। ক্য়ামেরার পিছনেই বসে ছিলেন সুনীল দত্ত। নার্গিসের বিপদ বুঝে তিনি ছুটে যান নার্গিসের কাছে। আগুনে পোশাকের বেশিরভাগ অংশই পুড়ে যায়। নার্গিসের শরীরেও ক্ষত চিহ্ন। হাতে কম্বল নিয়ে নার্গিসকে জাপটে ধরেন সুনীল দত্ত। কোলে করে নিয়ে যান অনত্র। শুরু হয় তাঁদের দুজনেরই চিকিৎসা।

জানা যায়, নার্গিসের সঙ্গে সঙ্গে আহত হয়েছিলেন সুনীল দত্তও। তবে নার্গিস তাড়াতাড়ি সুস্থ হলেও, সুনীল দত্তর সময় লেগেছিল। সেই সময়ে নাকি নার্গিস, নিজের হাতে সুনীল দত্তের দেখভাল করতেন। আর সেই সময়ই দুজনের মন এক হয়ে যায়। সুনীলের প্রেমে পড়েন নার্গিস। ১৯৫৮ সালেই বিয়ে করেন সুনীল-নার্গিস। সেই বিয়ে ছিল দেখার মতো। আজও তাঁদের প্রেম কাহিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমান উজ্জ্বল।