রাজেশ খান্নার পার্টিতে ডিম্পল ঢুকতেই আরেক নায়িকা বলে উঠলেন গো ব্যাক! চিনে নিন, সুপারস্টারের প্রথম প্রেমিকাকে
একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, ডিম্পলের সঙ্গে সম্পর্কে ভাঙন রাজেশ খান্নাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। তবে এই গল্প রাজেশ খান্নার প্রথম প্রেমিকাকে নিয়ে। কীভাবে রাজেশের প্রথম প্রেমিকা, ফিল্মি পার্টিতে ডিম্পলকে অপমান করছিলেন, তা একসময় বিনোদনের খবরের শিরোনাম হয়ে উঠেছিল।

রাজেশ খান্না। ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার। আর এই সুপারস্টারের জীবনের গল্প ছবির চিত্রনাট্যকেও হার মানায়। বলিউডের আকাশে তাঁর কেরিয়ার যেন রকেটের মতো উত্থান। কিন্তু মাটিতে পড়তেও দেরি হল না। নিন্দুকরা বলেন, রাজেশের অত্যাধিক ইগোই রাজেশকে শেষ করেছিল। শুধু তাই নয়, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, ডিম্পলের সঙ্গে সম্পর্কে ভাঙন রাজেশ খান্নাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। তবে এই গল্প রাজেশ খান্নার প্রথম প্রেমিকাকে নিয়ে। কীভাবে রাজেশের প্রথম প্রেমিকা, ফিল্মি পার্টিতে ডিম্পলকে অপমান করছিলেন, তা একসময় বিনোদনের খবরের শিরোনাম হয়ে উঠেছিল।
ডিম্পলের আগে রাজেশ প্রেমে পড়েছিলেন অঞ্জু মহেন্দ্রর। একটি থিয়েটার করার সময়ই অঞ্জুর প্রেমে পড়েন তিনি। জানা যায়, অঞ্জুকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন রাজেশ। তবে অঞ্জু কেরিয়ারের জন্য তখন বিয়ে করেননি। ঠিক সেই সময়ই রাজেশের জীবনে ডিম্পলের আগমণ। অঞ্জুকে পাশে রেখেই ডিম্পলের প্রেমে হাবুডুবু খান রাজেশ। আর অন্যদিকে অঞ্জুর সঙ্গে লিভ ইন। কিন্তু এই রাজেশের এই দুই নৌকা পা দিয়ে চলা, বেশিদিন টেকেনি। নিজের সম্মান নিয়েই সম্পর্ক থেকে বেরিয়ে যান অঞ্জু। তবে শোনা যায়, রাজেশের জীবনের শেষ দিন পর্যন্ত অঞ্জু বন্ধুত্ব বজায় রেখেছিলেন।
স্টারডাস্ট ম্যাগাজিনকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে অঞ্জু জানালেন এক ফিল্মি পার্টির কথা। যেখানে প্রকাশ্যে বিবাদে মেতে ওঠেন অঞ্জু এবং ডিম্পল। অঞ্জুর কথায়, সেই সময় ডিম্পল আর রাজেশের প্রেম সবে শুরু হচ্ছিল। আর আমার সঙ্গে রাজেশ ধীরে ধীরে দূরত্ব বাড়াচ্ছে। মেনে নিতে পারিনি। তাই রাজেশের পার্টিতে ডিম্পল ঢুকতেই ওকে বলেছিলাম বেরিয়ে যাও। ডিম্পলের সঙ্গে জোর তর্ক শুরু হয়েছিল। সেই ঘটনার পর রাজেশ আর আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়।

