সৌমিত্র না বলে দেওয়ায় রোল পেলেন অমিতাভ বচ্চন, সেই সিনেমাই ইতিহাস হল, আফশোস করলেন সৌমিত্র?
কখনও হিন্দি ছবিতে কাজ করা হয়নি সৌমিত্রর। সুযোগ পেয়েছিলেন। সৌমিত্রর কাছে এসেছিল তিনটে বলিউডি ছবির অফারও। তবে না করে দেন সত্যজিতের অপু।

উত্তম কুমার বলিউডে পা রেখেছিলেন। ছবির নাম ‘ছোটি সি মুলাকাত’। সেই ছবি মুখ থুবরে পড়েছিল বক্স অফিসে। তবে টলিউডে উত্তম-সৌমিত্র লড়াই থাকলেও, কখনও হিন্দি ছবিতে কাজ করা হয়নি সৌমিত্রর। অবশ্য সুযোগ পেয়েছিলেন । সৌমিত্রর কাছে এসেছিল তিনটে বলিউডি ছবির অফারও। তবে না করে দেন সত্যজিতের অপু। শেষমেশ, সেই তিন ছবিই বলিউডে ইতিহাস সৃষ্টি করেছিল। যার মধ্যে একটি তো অমিতাভের কপাল ঘুরিয়ে দিয়েছিল।
সময়টা সাতের দশক। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় লিখে ফেলেছেন ‘আনন্দ’ ছবির চিত্রনাট্য। এবার শুধু নায়ক খোঁজার পালা। হৃষিকেশ মুখোপাধ্যায় ঠিক করলেন রাজেশ খান্না আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েই ছবিটা তৈরি করবেন। সেই অনুযায়ী, চিত্রনাট্য পাঠালেন রাজেশ ও সৌমিত্রর কাছে। চিত্রনাট্য পড়েই হ্যাঁ, করে দিলেন রাজেশ। তবে একটু সময় চাইলেন সৌমিত্র।
হৃষিকেশ মুখোপাধ্য়ায় ভেবেছিলেন তাঁর হাত ধরেই সৌমিত্রকে বলিউডে নিয়ে আসবেন। কিন্তু ভাবনার সঙ্গে মিলল না কাজ। কিছুদিন সময় নেওয়ার পরও, সৌমিত্র হৃষিকেশকে স্পষ্ট না করে দেন। অন্যান্য বাংলা ছবির সঙ্গে প্রতিশ্রতিবদ্ধ থাকার জন্যই আনন্দ ছেড়েছিলেন সৌমিত্র। তবে আপশোসও হয়েছিল তাঁর, কেননা, ছবির গল্প ও চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছিল সৌমিত্রর। তবে শোনা যায়, রাজেশ খান্নার সঙ্গে একই ছবিতে নাকি সহঅভিনেতা হতে চাননি সৌমিত্র। আনন্দ ছাড়ার পিছনে নাকি এই কারণও ছিল।
এই খবরটিও পড়ুন
সৌমিত্রর ছেড়ে দেওয়া রোলেই এন্ট্রি নেন অমিতাভ বচ্চন। তখন তিনি বলিউডে জমি শক্ত করার লড়াই করছেন। ১৯৭১ সালে মুক্তি পায় হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘আনন্দ’। ইতিহাস সৃষ্টি করে এই ছবি। রাজেশ ও অমিতাভের জুটি প্রশংসিতও হয়। পুরস্কৃতও হয় দুজনে। আর এই ছবি থেকেই অমিতাভের কপাল ঘুরে যায়। বলিউডে তিনি পেতে থাকেন একের পর এক বিগ বাজেট সিনেমার অফার। শোনা যায়, পরবর্তীতে আনন্দ দেখেছিলেন সৌমিত্র। আফশোসও করেছিলেন। তবে ডাক্তার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অমিতাভের অভিনয় দেখে প্রশংসাও করেছিলেন তিনি। সৌমিত্র আর যে দুটি ছবি ছেড়েছিলেন তা হল ‘কলিযুগ’ এবং ‘পিঙ্ক’।
‘আনন্দ’ ছবির মুক্তির পর হৃষিকেশ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথমে রাজ কাপুর ও উত্তম কুমারকে নিয়ে আনন্দ তৈরি করার কথা ভেবেছিলাম। তখন এই ছবির নাম ছিল ‘আনন্দ সংবাদ’।





