উরফি জাভেদ (Ubodrfi Javed) মানেই বিতর্ক। বিতর্ক যেন তাঁর পিছুই ছাড়ে না। তিনিও বিতর্কে থাকতেই পছন্দ করেন। ছোট পোশাকে মুম্বইয়ের (Mumbai) পথ ঘাটে বেরিয়ে পড়েন। অনেকেই তাঁর ফ্যাশান সেন্সের বাহবা দেন। কেউ-কেউ আবার ভুরুও কুঁচকান। তবে এসবের তোয়াক্কা করেন না তিনি। সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে, ফের ফিরে আসেন স্ব-মহিমায়। ছোট পর্দা থেকে রিলস দুনিয়া, মাতিয়ে রাখেন তাঁর অদ্ভুত পোশাক-আশাকের মাধ্যমে। তবে এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ফ্যাশন কুইন। নাবালিকা উরফির ছবি পর্ন সাইটে(Porn Site) আপলোড করা হয়েছিল বলে অভিযোগ। কী বলছেন তিনি?
উরফির ছেলেবেলাটা তেমন সুখের ছিল না। এক গোঁড়া পরিবারে জন্ম হয় তাঁর। উরফির দাবি, মাত্র ১৫ বছর বয়সে অনুমতি ছাড়াই তাঁর ছবি পর্ন সাইটে আপলোড করে দেয় কেউ। হিউম্য়ানস অফ বম্বের সঙ্গে আলোচনায় তাঁকে বলতে শোনা গেল, “তখন ১৫ বছরের আমি। আমার একটি ছবি পর্নসাইটে আপলোড করে দেওয়া হয়। আমি নিজেই এই ফটো সোশ্যল মিডিয়ায় আপলোড করেছিলাম। সেখান থেকে নিয়েই ছবিটি পর্নসাইটে আপলোড করে দেওয়া হয়। সবাই আমায় নানাভাবে দোষারোপ করতে শুরু করে।” তাঁকে পর্ণস্টার আখ্য়া দিয়ে দেওয়া হয়। শুনলে অবাক হবেন তাঁর বাবাও আত্মীয় স্বজনের থেকে সহানুভুতি পাওয়ার জন্য বলতে শুরু করেন, “পর্নসাইট কর্তৃপক্ষ ৫০ লক্ষ টাকা দাবী করছেন।” তখন জোর গলায় কথা বলার স্বাধীনতা ছিল না উরফির। ফলে মুখ বন্ধ করে সহ্য করতে হয়েছিল সব অত্যাচার। শুধু মানসিক নয় শারীরিক অত্য়াচারও সহ্য করতে হয়েছিল। বাবা তাঁকে মারধর করতেন, জানিয়েছেন সে কথাও।
উরফি জানিয়েছেন, দু’বছর শারীরিকও মানসিক অত্যাচার সহ্য করার পর আর পারেননি। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। শেষমেশ বোনকে নিয়ে বাড়ি ছাড়েন। প্রথমে লখনউতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পড়িয়ে চলত সংসার। এভাবে কিছুদিন চলার পর, দিল্লীতে চলে যান। সেখানে মাথা গোজার ঠাঁই ছিল না। বন্ধুদের ফ্ল্য়াটে থাকতেন, কল সেন্টারে চাকরির জন্য। সেই চাকরিতে মন বসেনি। মুম্বই পাড়ি দেন। সেখানে গিয়ে ছোট পর্দায় কাজের জন্য অডিশন দেওয়া শুরু করেন। ছোটোখাটো কাজও পান। তবে সেই অর্থে নাম-ডাক হয়নি। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্য়মেই পরিচিতি পান। আরও কিছুটা পরিচিতি হয় সলমন খানের শো বিগ বসের মাধ্য়মে। সম্প্রতি বিভিন্ন নামীদামি ফ্য়াশান ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন উরফি। এই মুহূর্তে তাঁর সাফল্য আকাশছোঁয়া।