ছেলেরা চায় আমি আবার বিয়ে করি, বললেন ৪১ বছরের ঊর্বশী

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 21, 2021 | 6:52 PM

অভিনেতা অনুজ সচদেবের সঙ্গে ঊর্বশীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। কয়েক বছর পরে সে সম্পর্কেও ভাঙন ধরে। এখন ছেলেরা বড় হয়ে গিয়েছে। তাঁর পরিবারের সদস্যরা চান, ঊর্বশী আবার সেটল করুন।

ছেলেরা চায় আমি আবার বিয়ে করি, বললেন ৪১ বছরের ঊর্বশী
ঊর্বশী ঢোলকিয়া।

Follow Us

ঊর্বশী ঢোলকিয়া (Urvashi Dholakia)। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। মূলত নেগেটিভ চরিত্রে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ব্যক্তি জীবনে ঊর্বশী সিঙ্গল মাদার। একা হাতে দুই ছেলেকে বড় করেছেন। এ বার ছেলেরা চান মা আবার বিয়ে করুক। অথবা মা পছন্দের মানুষের সঙ্গে ডেট করুক, সেটাই তাঁদের নাকি পছন্দের। সদ্য এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেত্রী।

১৬ বছর বয়সে বিয়ে করেছিলেন ঊর্বশী। ১৭ বছর বয়সে যমজ পুত্র সন্তান সাগর এবং কিশহিতিজের জন্ম দেন। ছেলেদের জন্মের পর দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায় তাঁর। পরে অভিনেতা অনুজ সচদেবের সঙ্গে ঊর্বশীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। কয়েক বছর পরে সে সম্পর্কেও ভাঙন ধরে। এখন ছেলেরা বড় হয়ে গিয়েছে। তাঁর পরিবারের সদস্যরা চান, ঊর্বশী আবার সেটল করুন।

ঊর্বশীর কথায়, “আমার ছেলেরা আমাকে বিয়ে করতে বলে, কারও সঙ্গে ডেট করতে বলে। কিন্তু আমি এই প্রসঙ্গটা হেসে উড়িয়ে দিই। পাত্তা দিই না ওদের। আমার ৪১ বছর বয়স। এমন নয় যে সময় চলে গিয়েছে। কিন্তু বেশি ভেবে কোনও লাভ নেই। যদি হওয়ার হয়, হবে।” অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি অত্যন্ত স্বাধীনচেতা। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। তাই কাউকে বিয়ে করলে, সেই মানুষটিকে তাঁকে বুঝতে হবে। তাঁর স্বাধীনতায় বাধা দিলে সেই সম্পর্কে তিনি থাকতে পারবেন না বলে জানিয়েছেন।

ঊর্বশী ওই সাক্ষাৎকারে আরও জানান, তিনি এত বছর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ছেলেরা যাতে ভাল করে পড়াশোনা করতে পারে, তাদের যাতে কোনও অভাব না থাকে, সেটা নিশ্চিত করা তাঁর কর্তব্য ছিল। এই জার্নিতে যে সব সম্পর্কে তিনি কমফর্টেবল মনে করেছেন, সেখানে সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু জোর করে কোনও সম্পর্কে থাকতে তিনি রাজি নন।

আরও পড়ুন, ইউভানের জন্য মন খারাপ করোনা আক্রান্ত শুভশ্রীর

‘কসৌটি জিন্দেগি কি’, ‘দেখ ভাই দেখ’, ‘শক্তিমান’, ‘কভি সউতান কভি সহেলি’, ‘তুম বিন যাউ কাহা’, ‘কহি তো হোগা’, ‘বেতাব দিল কে তামান্না হ্যায়’-র মতো ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন ঊর্বশী। ‘বিগ বস সিজন ৬’-এর বিজেতা তিনি। ব্যক্তিজীবনে সত্যিই আবার ঘর বাঁধবেন কি না, সেটাই এখন দেখার।

Next Article