
উর্বশী মন্দির বিতর্কে এবার মুখ খুলল অভিনেত্রী উর্বশী রাউটেলার টিম। সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। যেখানে তিনি উর্বশী মন্দিরের উল্লেখ করেছেন। যদিও শোয়ের সঞ্চালক বারবার তাঁকে প্রশ্ন করেছিলেন এই মন্দির তাঁর নামে কি না, সেখানে কোথাও উর্বশী উল্লেখ করেননি যে এই মন্দির তাঁর নামে নয়। বরং তিনি দক্ষিণভারতেও একটি মন্দির করার কথা উল্লেখ করেন। যদিও এই বিতর্কে জল ঢালতে এবার সরব হল নায়িকার টিম। এক বিবৃতি দিয়ে বিষয়টা স্পষ্ট করলেন তাঁরা।
অভিনেত্রীর টিমের তরফ থেকে কী জানানো হল?
“উর্বশী রাউতেলা বলেছিলেন উত্তরাখণ্ডে একটি মন্দির রয়েছে যা তাঁর নামের সঙ্গে জড়িয়ে। তিনি বলেননি ওই মন্দিরটির নাম ‘উর্বশী রাউতেলা মন্দির’। বর্তমান যুগে কেউ ঠিকমতো কথা শোনেন না। তাঁরা শুধুমাত্র ‘উর্বশী’ ও ‘মন্দির’ শব্দ দুটি শুনেছেন। আর তা দেখেই সকলে ধরে নিয়েছেন অভিনেত্রী নিজেকে দেবী বলে দাবি করেছেন। দয়া করে নিজেদের মতামত দেওয়ার আগে ভিডিয়োটা ভাল করে দেখে নিন। সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু পুরনো খবরে নজর রাখলেই দেখা যাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ‘দামদামি মাই’ নামে পরিচিত ছিলেন। যে বা যাঁরা অভিনেত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করার আগে কিংবা কু-মন্তব্য করার আগে অবশ্যই তথ্য যাচাই করে নিন। সমাজের সকলের সম্মান প্রাপ্য।”