ঋষিকেশে গিয়ে জলে ঝাঁপ! এ কী কাণ্ড ঘটালেন বরুণ ধাওয়ান
Viral Video: ২২ মার্চ থেকে সেখানে শুট চলছিল। সেই ছবির ঋষিকেশের আউটডোর শুট শেষ হওয়ার খবর শেয়ার করার সময় এ কোন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়ক? দেখে রীতিমত চমকে গেলেন সকলে।

বরুণ ধাওয়ান, এখন বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। একের পর এক ছবির কাজও শেষ করছেন তিনি। বর্তমানে ‘ইয়ে জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির কাজ নিয়ে তিনি ব্যস্ত। সম্প্রতি হয়ে গেল ছবির আউটডোর শুট। ঋষিকেশে গিয়েছিল ছবির গোটা টিম। ২২ মার্চ থেকে সেখানে শুট চলছিল। সেই ছবির ঋষিকেশের আউটডোর শুট শেষ হওয়ার খবর শেয়ার করার সময় এ কোন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়ক? দেখে রীতিমত চমকে গেলেন সকলে। শুটের মাঝেই খানিক খুনসুটি। ছবির নায়িকা পূজা হেগেড়ের হাত ধরে দিলেন জলে ঝাঁপ। ক্যাপশনে মজা করে লিখলেন– জাওয়ানি হ্যায় তো জাম্প মারনা হ্যায়।
এই ছবিতে পূজার পাশাপাশি রয়েছেন ম্রুনাল ঠাকুরও। শুটিং সেটে যে সকলে বেশ মজা করেই সময় কাটিয়েছে তা বেশ কিছু ঝলকে স্পষ্ট হয়ে গেলেও এর মাঝে একটি ছোট চোটও পান নায়ক। বরুণ ধাওয়ান নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কীভাবে আঙুলে এই চোট লেগেছে তা স্পষ্ট করে বরুণ না জানালেও চোট যে সারতে খানিক সময় নেবে, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি। বরুণ ধাওয়ান বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মাঝে মধ্যেই নানা মজার পোস্ট করে থাকেন তিনি সোশ্যাল মিডিয়ায়। তাই শুটিং ফাঁকের খুনসুটিও তালিকা থেকে পড়ে না বাদ।
View this post on Instagram
প্রসঙ্গত, বর্তমানে মুম্বইয়ে ফিরে গিয়েছে গোটা টিম। অন্যদিকে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর একসঙ্গে কাজ করছেন “সানি সংস্কারী কি তুলসী কুমারী” ছবির জন্যে।





