বরুণ ধাওয়ানের ‘স্বভাব’ নিয়ে আলোচনার শেষ নেই। বাজে ভাবে তিনি ছুঁয়ে দেখেন সহ অভিনেত্রীদের– এরকম অভিযোগ তাঁর বিরুদ্ধে একাধিকবার করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। আলিয়া ভাটকে জোর করে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে জিজি হাদিদের ভারত ভ্রমণের সময় তাঁকে আচমকাই চুম্বন নিয়ে কম চর্চা হয়নি। সেই বরুণকে নিয়েই আরও একবার হল বিস্তর সমালোচনা। কিন্তু কেন?
কিছু দিন আগেই এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বরুণ ও জাহ্নবী কাপুর। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, বারেবারেই জাহ্নবীর কোমর ছুঁচ্ছেন বরুণ। জাহ্নবীকে হাত সরিয়ে দিতেও দেখা যায়। কিন্তু লাভ হয়নি। আর ওই ভিডিয়ো দেখেই বেজায় রেগে গিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের প্রশ্ন, “এসব হচ্ছেটা কী?” জাহ্নবী অথবা বরুণ এই নিয়ে কোনও মন্তব্য না করলেও বরুণে ব্যবহার ভাল লাগেনি তাঁদের। উঠে এসেছে জিজি হাদিদের প্রসঙ্গও।
এর আগে মুকেশ ও নীতা অম্বানীর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে নাচ করছিলেন বরুণ। আচমকাই সেখানে প্রবেশ করেন মডেল-অভিনেত্রী জিজি হাদিদ। জিজিকে কোলে তুলে নেওয়ার পর প্রকাশ্যে তাঁর গালে চুম্বন করে বসেন বরুণ। আর সেইখান থেকেই বিতর্কের সূত্রপাত। ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না-হতেই নেটিজ়েনদের একাংশ এই চুম্বনকে ‘অপ্রীতিকর’ বলে দাগিয়ে দেন। তাঁদের দাবি, জিজি নাকি এই আকস্মিক চুম্বনে অস্বস্তিতে পড়়েছিলেন। পরিস্থিতি ‘অন্যরকম’ আঁচ করতে পেরে টুইট করে আত্মপক্ষ সমর্থনও করেছিলেন অভিনেতা। ফের একবার এমন কাণ্ড! এক্ষেত্রে বরুণ যদিও নিরুত্তর।