Manoj Mitra: প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র, শোকাচ্ছন্ন সংস্কৃতি জগত্
বাংলার অভিনয় দুনিয়ায় নক্ষত্র পতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার অর্থাত্ ২৩ সেপ্টেম্বর তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে।
প্রয়াত মনোজ মিত্র
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার অর্থাত্ ২৩ সেপ্টেম্বর তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন অভিনেতা। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার সকাল ৮টা ৫০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি।
বড় পদক্ষেপ অমিতাভের
নিমরত কৌরের জন্যই নাকি সংসার ভাঙছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। আলোচনা তুঙ্গে। ছেলে-বৌমার সংসার বাঁচাতেই বড় পদক্ষেপ নিলেন অমিতাভ বচ্চন। নিমরতকে লিখলেন চিঠি? যদিও বিষয়টি সত্যি নয়। অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ বিগবি। শুভেচ্ছা জানিয়ে লিখলেন চিঠি।
রূপালির পদক্ষেপ
অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন সত্ মেয়ে এষা বর্মা। তিনি অভিযোগ জানিয়েছিলেন, বাবা অশ্বিন বর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছিলেন তিনি। বলিসূত্রে খবর,এবার সত্ মেয়ে এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন তিনি।
সমস্যায় রামগোপাল ভার্মা
বিপাকে পরিচালক রামগোপাল ভার্মা। তবে চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের নিয়ে কাটাছেঁড়া নয়, সরাসরি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে টানাটানি! এন চন্দ্রবাবু নায়ডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরিচালকের নামে প্রকাশম জেলায় মামলা দায়ের করা হয়েছে।
মিষ্টি মুহূর্ত
খুশির মেজাজে ছোট্ট ইউভান। ইয়ালিনি দাদা বলে ডাকল। তিন বছর বয়সে দাদা হয়েছে ইউভান। সেই মিষ্টি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্টারকিডদের ভালবাসায় ভরাচ্ছে নেটপাড়া।
দেবের চমক
ফের কবে বাণিজ্যিক ছবিতে ফিরছেন দেব? গত এক বছর যাবত যখনই এই প্রশ্নের মুখে পড়েছেন নায়ক, একটাই উত্তর দিয়েছেন- ‘খাদানের জন্য অপেক্ষা করুন’। সেই অপেক্ষার ইতি। আসছে নয়া লুকে দেব। খাদানের প্রথম গান রাজার রাজা নিয়ে মঙ্গলবার হাজির হলেন দেব। উচ্ছ্বাসে ভাসছে ভক্তরা।
কেমন আছেন পিঙ্কি
আপাতত পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। মাঝে মধ্যেই সেলফি মুডে ধরা দিয়ে থাকেন। এবারও যে ছবি শেয়ার করলেন, সেখানে বেশ হ্যাপি গো ভাইবস আছে। আর এর ক্যাপশনে লিখেছেন, ‘জীবন কোনো রূপকথার গল্প নয়। কিন্তু সব জীবনেই আছে কোনো এক রূপকথা। সেটাকে বিশ্বাস করতে হবে, খুঁজে দেখতে হবে, আর উপভোগ করতে হবে।’
বক্স অফিসে কার্তিক ঝড়
‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে রুহবাবা অর্থাৎ কার্তিক আরিয়ান আরও একবার দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছন। এবার এই হরর কমেডিতে কার্তিকের সঙ্গে নতুন সংযোজন ছিলেন মাধুরী দীক্ষিত। এ ছবি এখনও পর্যন্ত ঘরে তুলেছে ২০৪.০০ কোটি টাকা।
সিংহম এগেইন-এর বক্স অফিস
‘ভুল ভুলাইয়া থ্রি’ মুক্তির সময়, অজয় দেবগনের সিঘম এগেইন থেকে পিছিয়ে থাকলেও, এখন রোজের আগের ভিত্তিতে এগিয়ে। প্রথম দিকে ‘সিংঘম এগেইন’-এর আয় বেশ জাঁকজমকপূর্ণ থাকলেও এখন তা কিছুটা ঠান্ডা। অজয় দেবগনের ছবিটি ১১তম দিনে, অর্থাৎ দ্বিতীয় সোমবারে ৪.২৫ কোটি টাকা সংগ্রহ করেছে। আর ছবির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ২১১ কোটি।