Amitabh Bachhan: ‘একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে’; ভেঙে পড়ছেন বিগ বি, গ্রাস করছে হতাশা?

Amitabh Bachhan on Blog: কখনও লেখক, কখনও পোশাক ডিজ়াইনার কখনও আবার গায়িকা, গোটা কেরিয়ারে সব ভূমিকাতেই কাজ করেছেন উদয়-আদিত্যর মা পামেলা চোপড়া। 'কভি কভি', 'মুঝসে দোস্তি করোগে'-সহ একাধিক ছবিতে গান গেয়েছেন। চিত্রনাট্য় লিখেছেন 'দিল তো পাগল হ্যায়' ছবির। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিপাড়া।

Amitabh Bachhan: একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে; ভেঙে পড়ছেন বিগ বি, গ্রাস করছে হতাশা?
'একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে'; ভেঙে পড়ছেন বিগ বি, গ্রাস করছে হতাশা?

| Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 21, 2023 | 3:34 PM

গতকাল ২০শে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া (Pamela Chopra)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে (Bollywood)। বয়সজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর খবর শোনা মাত্রই রানী মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) বাড়িতে একে-একে ভিড় জমান বলিউড তারকারা। ছেলে অমিতাভ (Amitabh Bachhan) ও পুত্রবধূ ঐশ্বর্যাকে নিয়ে চোপড়া সাহেবের বাড়িতে যান বিগ বি। সেখান থেকে ফিরেই ভারাক্রান্ত মনে ব্লগে অমিতাভ লেখেন, “একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে।”

কখনও লেখক, কখনও পোশাক ডিজ়াইনার কখনও আবার গায়িকা, গোটা কেরিয়ারে সব ভূমিকাতেই কাজ করেছেন উদয়-আদিত্যর মা পামেলা চোপড়া। ‘কভি কভি’, ‘মুঝসে দোস্তি করোগে’-সহ একাধিক ছবিতে গান গেয়েছেন। চিত্রনাট্য় লিখেছেন ‘দিল তো পাগল হ্যায়’ ছবির। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিপাড়া। বন্ধু, সহকর্মীর মৃত্যুতে নিজের ব্লগে অমিতাভ লেখেন, “একে একে সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এতটা সময় একসঙ্গে কাটানোর পর সব ভাল সময় গুলো নিয়ে ওঁরা একেএকে চলে যাচ্ছে।” বিগ বি-এর কথায় স্পষ্ট বন্ধু বিয়োগের যন্ত্রণা। বয়স ৮০-এর ঘরে। শারীরিক অবস্থায় বিশেষ ভাল এমনটা নয়। এই বয়সে একে প্রিয়জনদের এভাবে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে তাঁর। তবে তাঁর এই লেখা দেখে পাল্টা চিন্তায় তাঁর অনুরাগীরা। তাঁদের মনে একটাই প্রশ্ন, “বিগ-বি নিজে ঠিক আছেন তো? হতাশা কি গ্রাস করছে তাঁকে?”

সম্প্রতি আসন্ন ছবি ‘প্রোজেক্ট কে’-এর শুটিং-এ চোট পেয়েছিলেন অমিতাভ। পাঁজরের কার্টিলেজ ভেঙে বেশ কিছুদিন বিছানা নিয়েছিলেন। ধীরে-ধীরে সুস্থ হচ্ছেন। নিজেই অনুরাগীদের ব্লগের মাধ্যমে হেলথ আপডেট দেন। শুটিং-এ ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ‘কউন বনেগা ক্রোড়পতি’তে ফিরছেন অমিতাভ। শোয়ের প্রোমো ভাইরাল হতেই মাতামাতি শুরু হয়েছে ফ্যান মহলে।