অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা, ফেব্রুয়ারি মাসে হবে অস্ত্রোপচার

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 24, 2025 | 10:00 PM

জীবনে কখনও বড় কোনও অস্ত্রোপচার হয়নি। তাই চিন্তায় বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। নিজেকেই সবটা একা হাতে সামলাতে হচ্ছে তাঁকে। আগামী ৪ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং ৫ ফেব্রুয়ারি।

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা, ফেব্রুয়ারি মাসে হবে অস্ত্রোপচার

Follow Us

জীবনে কখনও বড় কোনও অস্ত্রোপচার হয়নি। তাই চিন্তায় বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। নিজেকেই সবটা একা হাতে সামলাতে হচ্ছে তাঁকে। আগামী ৪ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং ৫ ফেব্রুয়ারি। তাঁর গলব্লাডারে স্টোন অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

তিনি জানিয়েছেন কতটা দুশ্চিন্তায় রয়েছেন। এক সাক্ষাত্‍কারে বলেছেন,”বয়স তো অনেকটাই হয়েছে, তার মধ্যে সুগারও রয়েছে। আমার তো আরেকটি রোগও আছে। এর আগেও ডাক্তার বলেছিলেন, অস্ত্রোপচার করতে হবে, কিন্তু সুগার ও প্রেসারের সমস্যা বেশি থাকায় তা সম্ভব হয়নি। তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, তাই চিকিৎসক ৫ ফেব্রুয়ারি দিনটি ঠিক করেছেন।”

এতদিনে ধারাবাহিকের শুটিং চালিয়েও যাচ্ছেন, এবং সম্প্রতি কিছু আউটডোর শুটিংও রয়েছে। তবে অস্ত্রোপচারের পর ১০ দিনের জন্য ছুটি পেয়েছেন তিনি। অনামিকা জানিয়েছেন, তাঁর একটাই প্রার্থনা—সব কিছু যেন সুস্থভাবে হয়ে যায়।

Next Article