Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অসুস্থ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়; বাড়িতেই বন্দি, নেবুলাইজ়ার ব্যবহার করছেন

Sabitri Chattopadhyay: শরীর ভাল যাচ্ছে না সাবিত্রী চট্টোপাধ্য়ায়ের। বেশ অসুস্থ আছেন তিনি। বাড়ি থেকেও বের হচ্ছে না বিগত একমাস। ফোনটাও থাকছে না তাঁর কাছে। ৮৬ বছর বয়স হয়েছে তাঁর। এই বয়সে নানাবিধ বয়সজনিত সমস্যায় ভোগেন মানুষ। সাবিত্রীও সেরকমই ভুগছেন।

অসুস্থ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়; বাড়িতেই বন্দি, নেবুলাইজ়ার ব্যবহার করছেন
সাবিত্রী চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Feb 02, 2024 | 3:52 PM

বিগত একমাস বাড়ি থেকে বের হননি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। নানা ধরনের শারীরিক অসুস্থায় জর্জরিত অভিনেত্রী। কী হয়েছে তাঁর? খোঁজ নিল TV9 বাংলা। শরীর এক্কেবারে ভাল নেই সাবিত্রীর। কিছুদিন আগে জানা যায়, খোলা মাঠে মৃণাল সেনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে দারুণ সর্দি-জ্বরে ভুগছেন টালিগঞ্জের আরও এক অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। TV9 বাংলা শুক্রবার (০২ ফেব্রুয়ারি, ২০২৩) খোঁজ নিয়ে জেনেছেন, আগে থেকে অনেকটাই ভাল আছেন মাধবী। একইদিনে TV9 বাংলার প্রতিবেদক জানতে পারলেন, সাবিত্রী চট্টোপাধ্যায়ও বেশ অসুস্থই হয়ে পড়েছেন।

সাধারণত ফোন নিজেই ধরেন সাবিত্রী। কিন্তু শুক্রবার তা হয়নি। ফোন ধরেন অন্য কেউ। তিনি সাবিত্রীর সহকারী। জানান, অভিনেত্রী বেশি অসুস্থ। তারপর সাবিত্রীর সঙ্গে কথা হয়। ফোনের ওপারে সাবিত্রী বললেন, “আমি খুবই অসুস্থ আছি। এক মাস ধরে বাড়িতেই বসে আছি। বের হতে পারিনি কোত্থাও। শরীরটা আমার দিচ্ছে না একদমই। আমাকে নেবুলাইজ়ার ব্যবহার করতে হয়েছে। শ্বাস কষ্ট হচ্ছে আমার।”

৪ দশক ধরে বাংলা সিনেমা-সিরিয়াল দুনিয়ায় দাপটের সঙ্গে অভিনয় করছেন সাবিত্রী। তাঁর প্রশংসায় পঞ্চমুখ তারকা থেকে আমজনতা প্রত্যেকেই। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে একই মঞ্চে অভিনয় করতে ভয় পেতেন একটা সময়। তাঁকে সমীহ করতেন খুবই।