গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। পরিস্থিতি সঙ্কটজনক। বলিসূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। সেই সঙ্গে সায়রার হাঁটুতে দুটি ক্লট ধরা পড়েছে। গত কয়েক দিন ধরেই শারীরিক অবস্থা খুব একটা ভাল নয় দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুর। বাড়িতে ঠিক মতো চলা ফেরাও করতে পারছেন না। ইতিমধ্যে চিকিত্সাও শুরু হয়েছে। তবে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন রয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। চলতি বছরেই একবার তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে।
১৯৬৬ সালে বাইশ বছরের ছোট সায়রাকে বিয়ে করেন দিলীপ। সেই সময় বলিপাড়ায় সমালোচনা কম হয়নি। ‘সাহিগা মাহাতো’, ‘গোপী’ এবং ‘দুনিয়া’ ছাড়াও বেশ কিছু ছবিতে এই জুটি অভিনয় করেন। তবে দিলীপকুমারের বার্ধক্যে তাঁর পাশে সায়রার বজ্রকঠিন উপস্থিতি ‘ভঙ্গুর’ মায়ানগরীতে দৃষ্টান্ত হিসাবেই রয়ে গিয়েছে। দীর্ঘকালীন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। স্বামীকে হারানোর পর থেকেই সায়রা বিভিন্ন সময়ে তাঁর নিঃসঙ্গতা বোধের কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন। মাঝেমধ্যেই তাঁর শরীর খারাপ হয়েছে। কিন্তু তাঁর প্রিয় ‘দিলীপ সাহাব’-এর স্মৃতি অভিনেত্রীকে চলার পথে শক্তি যুগিয়ে চলেছে।