প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শশীকলা, শোকস্তব্ধ বলিউড

aryama das |

Apr 04, 2021 | 6:58 PM

প্রয়াত বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শশীকলা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শোকের ছায়া বলিউডে।

প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শশীকলা, শোকস্তব্ধ বলিউড
প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শশীকলা

Follow Us

বলিউডে ফের দুঃসংবাদ। রবিবার মুম্বইয়ের কোলাবায় শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রবীণ ও বিশিষ্ট অভিনেত্রী শশীকলা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বলিউডে প্রায় একশোরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। ১৯৩২ সালের অগস্টে শশীকলার জন্ম। মহারাষ্ট্রের শোলাপুরে জন্ম তাঁর। ডাকু, রাস্তা ও কভি খুশি কভি গম সিনেমায় দর্শকের মন কেড়েছিলেন এই কিংবদন্তী অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার ও সলমান খান অভিনীত মুঝসে শাদি কারোগি সিনেমাতেও অভিনয় করেছিলেন। ১৯৫৩ সালে তিন বাত্তি চার রাস্তা সিনেমা দিয়ে বলিউডে প্রথম পা রাখা। তারপর ১৯৬৮ সালে তিন বহুরানিয়া। এছাড়া আয়ে মিলন কি বেলা, গুমরা, সুজাতা ও আরতি সিনেমাতেও তিনি দাপিয়ে অভিনয় করেছেন। সোনপরী ও জিনা ইসি কা নাম হ্যায়ের মতো জনপ্রিয় টিভি শোতে নিজের প্রতিভার ছাপ ফেলেছিলেন।

সিনেমা ও টেলিভিশন উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। ২০০৭ সালে ভারতীয় সিনেমায় বিপুল অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ২০০৯ সালে ভি শান্তারাম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শশীকলাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়।

হিন্দি সিনেমার স্বর্ণযুগের এই বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বলি-তারকারা। তাঁর মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

Next Article