বলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের রসায়ন মুগ্ধ করে দর্শককে। প্রথমে লুকিয়ে প্রেম, তারপর চুপিচুপি বিয়ে সেরে এক কথায় সকলকে চমকে দিয়েছিলেন এই জুটি। ২০২১ এর ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের ২ বছর হতে চলল,একে অপরের হাত ধরে বেশ কাটছে জীবন। তবে তাঁদের প্রেমের শুরুটা কেমন ছিল? ভিকির বাড়িতে ক্যাটরিনার কথা জানতে পেরে বাবা-মায়ের কী প্রতিক্রিয়া হয়েছিল? সে এক বড় কাহিনি।
ভিকি-ক্যাটরিনার প্রেমের কথা খুব একটা জানাজানি হয়নি। হঠাৎই বিয়ের পিঁড়িতে বসে সকলকে চমকে দিয়েছিলেন তাঁরা। এ তো গেল সাধারণ মানুষের কথা। কিন্তু ভিকির পরিবার? ক্যাটরিনার মত সুপারস্টারকে বউমা হিসেবে পেতে চলেছেন, একথা শুনে কী বলেছিলেন ভিকির বাবা-মা? সম্প্রতি এক সাক্ষাৎকারে তা শেয়ার করেছেন তিনি। ভিকির কথায়, “আমাদের সম্পর্কের কথা সবার প্রথম আমার বাবা-মাকেই জানাই। ” এর উত্তরে সঞ্চালক ইয়ার্কি করেই বলেন, “ওঁনারা বিশ্বাস করতে পেরেছিলেন?” একটু ভেবে ভিকি জাননা, “হ্যাঁ বিশ্বাস তো করেই নিয়েছিল।”
দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনার মাঝেই উঠে এসেছে আরও একটি বিষয়। বেশ কিছুদিন ধরেই জল্পানা তুঙ্গে যে তবে কি তাঁদের মাঝে আসতে চলেছে নতুন সদস্য? এবার এই বিষয়ে ভিকির পরিবারের সদস্যদের কী মত? ভিকির কাছে জানতে চাওয়া হয়, “পরিবারের কেউ সুখবরের কথা শুনতে চাইলে কীভাবে সামলান?” ভিকি সাফ জানান, কেউ এই ব্য়াপারে নাকই গলায়নি এখনও পর্যন্ত। খুব শীঘ্রই একসঙ্গে পর্দা শেয়ার করতে চলেছেন ভিকি-ক্য়াট। এই প্রসঙ্গে ঠাট্টা করে ভিকি বলেন, “আমি ওকে বলেছি যে তাহলে সেটে আমার দু’টো ডিরেক্টর থাকবে একটা তুমি একটা আসল ডিরেক্টর।”