ভিকি কৌশল এবং কৃতি শ্যানন। এই প্রথম একসঙ্গে কাজ করবেন তাঁরা। প্রযোজক জ্যাকি ভাগনানি ‘রহেনে হ্যায় তেরে দিল মে’ ছবির সিক্যুয়েল বানাবার পরিকল্পনা করেছেন। এই ছবিতেই জুটি বাঁধছেন ভিকি কৌশল এবং কৃতি শ্যানন ।
২০০১ সালে রিলিজ করেছিল ‘রহেনে হ্যায় তেরে দিল মে’। আর মাধবন, দিয়া মির্জা এবং সইফ আলি খান অভিনীত এই ছবি বক্স অফিসে সাড়া ফেলেছিল। বিশেষ করে এই ছবির গানে ভেসেছিল গোটা দেশ। মাধবন এবং দিয়া মির্জার কেমিস্ট্রি সুপার-ডুপার হিট। এবার একেবারে নতুন জুটি নিয়ে ছবির সিক্যুয়েল বানাতে চান ছবির প্রযোজক। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ভিকি এবং কৃতি দু’জনের সঙ্গেই কথা বলেছেন প্রযোজক। দু’জনেই কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। ছবি পরিচালনা করবেন ‘মম’-এর পরিচালক রবি উদ্যাওয়ার।
ভিকি কৌশল এই মুহূর্তে ‘অশ্বথ্থামা’-র শুটিংয়ে ব্যস্ত।একেবারে সায়েন্টিফিক ফিকশন ছবি হতে চলেছে ‘দ্য ইমর্টাল অশ্বথামা’। শুধু সাই-ফাই ছবি বললেও খুব কম বলা হবে। ‘মহাভারত’-এর চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠবে এই সাই-ফাই ছবিতে। এই ছবি পরিচালনা করছেন আদিত্য ধর। ‘উরি’-র পর ফের একসঙ্গে কাজ করছেন আদিত্য এবং ভিকি। এই ছবিতে ভিকির সঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান। অন্যদিকে কৃতির পাইপ লাইনে পর পর ছবি। সম্প্রতি ‘বচ্চন পাণ্ডে’-র শুটিং করে জয়সলমীর থেকে ফিরেছেন তিনি। এই ছবিতে কৃতির বিপরীতে আছেন অক্ষয় কুমার। এছাড়া প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’ এবং টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’-তেও তাঁকে দেখা যাবে।
আরও পড়ুন:ঋত্বিক রোশনের মা পিঙ্কির বেস্ট ফ্রেন্ড নাকি এক নায়িকা?
শোনা যাচ্ছে, ভিকি এবং কৃতি হাতের ছবিগুলো শেষ করে তবেই তাঁরা ‘রহেনে হ্যায় তেরে দিল মে’-র সিক্যুয়েলের শুটিং শুরু করবেন। প্রযোজক জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর ছবির শুটিং শুরু করবেন।