ফিল্ম শেষ না হওয়া পর্যন্ত কোথাও বেরনো যাবে না! ভিকি-মানুষী শুরু করলেন ছবির শুটিং

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 02, 2021 | 5:53 PM

যশ রাজ ফিল্মস প্রযোজিত বিজয় কৃষ্ণ আচার্যের এই ছবির নাম এখনও ঠিক হয়নি। প্রসঙ্গত, বিজয় ‘ধুম’, ‘ধুম-২’, ‘ধুম-৩’, ‘রাবণ’, ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর মতো বড় বাজেটের ছবি করেছেন।

ফিল্ম শেষ না হওয়া পর্যন্ত কোথাও বেরনো যাবে না! ভিকি-মানুষী শুরু করলেন ছবির শুটিং
ভিকি-মানুষী।

Follow Us

পঞ্চাশ বছরে পা দিল যশ রাজ ফিল্মস। ফিল্ম প্রযোজনায় এক দীর্ঘ সফরে বিরাট এই প্রযোজনা সংস্থা। সুবর্ণজয়ন্তী উদযাপনে একের পর এক বড় ছবি ঝুলি থেকে বের করছে যশ রাজ।

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত, ভিকি কৌশল, মানুষী ছিল্লার অভিনীত বড় মাপের ছবিদের মধ্যে অন্যতম।অক্টোবর মাসে শুটিং প্রথম শিডিউল শেষ হয়। তবে এখন আবার মধ্যপ্রদেশের মহেশ্বরে শুরু হল ছবির শুটিং।

আজই, ভিকি এবং মানুষীকে দেখা গেল এয়ারপোর্টে। শুটিংয়ের জন্য তাঁরা উড়ে চললেন মহেশ্বরে। বেশ কিছু রোমান্টিক সিন, এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিনের শুটিং শুরু হবে। এতটাই গুরুত্বপূর্ণ সেই সিন যে বলা হয়েছে ছবি শেষ হওয়া না পর্যন্ত অন্যত্র কোথাও ঘোরাফেরা করা যাবে না।

 

 

’৬১ সালে মুক্তিপ্রাপ্ত এক ছবি। পরিচালক যশ চোপড়া। ছবির নাম ‘ব্রহ্মপুত্র’। মূলত সেই গল্পকে নতুন মোড়কে বেঁধে ছবি করতে চলেছেন বিজয় কৃষ্ণ আচার্য। বিষয়বস্তু ধর্মীয় সহিষ্ণুতা। মুখ্য ভূমিকায় থাকছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং মানুসি চিল্লার (Manusi chillar)। তবে ভিকি কৌশল নয় বরুণ ধাওয়ান (Varun Dhawan) ছিলেন ছবির নায়ক। বরুণ ছবির স্ক্রিপ্ট পড়ে জানিয়ে দেন তিনি এ ছবি করবেন না। তিন-তিনবার গল্প শোনার পরেও তিনি সন্তুষ্ট হননি।

 

আরও পড়ুন অনুভবের ছবিতে ‘জোশুয়া’ আয়ুষ্মান খুরানার ফার্স্ট লুক!

 

বরুণ জানিয়ে দেন তিনি এমন কোনও ছবির অংশ হতে চান না যার বিষয়বস্তু বিতর্ক সৃষ্টি অথবা সামাজিক ভারসাম্য নষ্ট করে। ছবিকেন্দ্রিক কোনও উত্তেজনা তিনি একেবারেই চান না। বরুণ এও বলেন ছবি নির্মাতাদের উদ্দেশ্য সৎ তবে এই সময়ে দাঁড়িয়ে বরুণ অযথা কোনও ঝুঁকি নিতে চান না।

 

সূত্রের খবর, যদিও ছবির গল্পে উঠে আসছে ধর্মীয় সহিষ্ণুতা হলেও তা বোনা হয়েছে হালকা চালে। কমেডি যেমন রয়েছে তেমনই ধর্মীয় ছোটবড় বিষয়কে বেশ সংবেদনশীলভাবে দেখানো হবে। কোনও প্রকার বিতর্ক একেবারেই কাম্য নয়।” যশ রাজ ফিল্মস প্রযোজিত বিজয় কৃষ্ণ আচার্যের এই ছবির নাম এখনও ঠিক হয়নি। প্রসঙ্গত, বিজয় ‘ধুম’, ‘ধুম-২’, ‘ধুম-৩’, ‘রাবণ’, ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর মতো বড় বাজেটের ছবি করেছেন।

Next Article