AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোথায় প্রথম আলাপ, সন্তানের জন্ম হওয়ার পর ক্যাটরিনাকে নিয়ে মুখ খুললেন ভিকি

ভিকি কৌশল সম্প্রতি ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’ অনুষ্ঠানে হাজির হয়ে জানালেন, কীভাবে তাঁর জীবনে হাজির হন ক্যাটরিনা কইফ। ভিকির কথায়, তাঁদের প্রথম দেখা হয়েছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন আর ক্যাটরিনা মঞ্চে পারফর্ম করছিলেন।

কোথায় প্রথম আলাপ, সন্তানের জন্ম হওয়ার পর ক্যাটরিনাকে নিয়ে মুখ খুললেন ভিকি
| Edited By: | Updated on: Nov 13, 2025 | 7:42 PM
Share

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ, বর্তমানে তাঁরা বলিউডের অন্যকম চর্চিত জুটি। এক সন্তানের পিতা-মাতা। তবে তাঁদের নিয়ে সিনেদুনিয়ায় কৌতূহল কম নয়। প্রথম থেকেই নিজেদের ব্যক্তিজীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তাঁরা। তাই তাঁদের প্রেম থেকে শুরু করে বিয়ে, সেভাবে বলিউড গসিপ খুব একটা নজরে আসেনি। তবে এবার প্রেম নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল। কীভাবে ক্যাটরিনার সঙ্গে আলাপ? কে করালেন? কোথায় প্রথম মুখোমুখি দেখা, উত্তর দিলেন সব প্রশ্নেরই।

ভিকি কৌশল সম্প্রতি ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’ অনুষ্ঠানে হাজির হয়ে জানালেন, কীভাবে তাঁর জীবনে হাজির হন ক্যাটরিনা কইফ। ভিকির কথায়, তাঁদের প্রথম দেখা হয়েছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন আর ক্যাটরিনা মঞ্চে পারফর্ম করছিলেন। অভিনেতার বন্ধু সুনীল গ্রোভার প্রথম তাঁদের পরিচয় করিয়ে দেন ব্যাকস্টেজে।

সেই প্রথম দেখার স্মৃতিতে ভেসে ভিকি বলেন, “আমি তখন একটি অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করছিলাম। মঞ্চে ‘ছিকনি চমেলি’ গানে ওর সঙ্গে নাচও করেছিলাম। পরে ব্যাকস্টেজে দেখা হয়, আর তখন সুনীল আমাদের পরিচয় করিয়ে দেয়। মজার ব্যাপার হল, দেখা হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ক্যাটরিনা আমাকে শেখাতে শুরু করে কীভাবে সঞ্চালনা করতে হয়—যদিও আমি তখন সব শেষ করে ফেলেছি, শুধু ‘গুড নাইট’ বলাই বাকি ছিল!”

এরপর তাঁদের দ্বিতীয়বার দেখা হয় আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানে একটি স্ক্রিপ্টেড পর্বে ভিকি মজার ছলে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েবসেন। তিনি হাসতে হাসতে বলেন, “সেই সময় আমি মঞ্চে জিজ্ঞাসা করেছিলাম, ‘ক্যাটরিনা, তুমি কেন ভিকির মতো একজন ভাল মানুষ খুঁজে বিয়ে করছো না?’ তখন কিন্তু আমরা একে অপরকে ডেট করছিলাম না। অথচ সেই মুহূর্তটাই ভাইরাল হয়ে যায়, সবাই ভাবতে থাকে আমাদের মধ্যে কিছু একটা চলছে।”

মঞ্চে সেই মজার মুহূর্ত থেকেই যেন শুরু হয় তাঁদের বাস্তব জীবনের প্রেমকাহিনি। কিছুদিন গোপনে সম্পর্ক রাখার পর ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় বিবাহ। তারপর থেকে গুছিয়ে সংসার করছেন তাঁরা। বর্তমানে সেই পরিবার আরও বড়। তবে এখন মাঝে মধ্যেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনায় স্বাচ্ছন্দ বোধ করতে দেখা যায় ভিকিকে।