Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship Gossip: প্রেম আর বিয়ে এক নয়, সাত পাকে বাঁধা পড়ে ক্যাটের কোন রূপ চাক্ষুষ করছেন ভিকি!

Katrina Kaif: দীর্ঘ চেষ্টায় গোপনে বেড়েছিল সম্পর্ক। কিন্তু স্বপ্নের স্টারকে যখন স্ত্রী হিসেবে পেলেন ভিকি, তখন সত্যিই কি সব স্বপ্নের মত থাকল! অন্দরমহলের কাহিনি এবার ফাঁস করলেন ভিকি কৌশল। 

Relationship Gossip: প্রেম আর বিয়ে এক নয়, সাত পাকে বাঁধা পড়ে ক্যাটের কোন রূপ চাক্ষুষ করছেন ভিকি!
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2022 | 7:21 PM

ক্যাটরিনা কইফ, যাঁর মনে জায়গা করে নিতে বেশ সময় লেগেছিল ভিকি কৌশলের। কারণ দিন দিন তিনি বিশ্বাস হারিয়েছিলেন সম্পর্কের ওপর থেকে। তিলে তিলে নিজেকে অবসাদে ডুবিয়েছিলেন নিজের ভুলেই। তা বারে বারে স্বীকার করে নিয়েছিলেন ক্যাটরিনা কইফ। রণবীরকে ভালবেসে ঠিক এমনই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। তারপর থেকে শুরু হয়েছিল এক অন্য লড়াই। বারে বারে মুখের সামনে এসে দাঁড়িয়েছিলেন ভিকি কৌশল, কিন্তু ক্যাটের মন পাননি সহজে। দীর্ঘ চেষ্টায় গোপনে বেড়েছিল সম্পর্ক। কিন্তু স্বপ্নের স্টারকে যখন স্ত্রী হিসেবে পেলেন ভিকি, তখন সত্যিই কি সব স্বপ্নের মত থাকল! অন্দরমহলের কাহিনি এবার ফাঁস করলেন ভিকি কৌশল।

না, বিবাদ বা বিচ্ছেদের গুঞ্জন নয়। বরং তাঁরা একে অন্যের সঙ্গে দিব্য সংসার করছেন। একের পর এক ছবির কাজও তাঁদের হাতে। তারই মাঝে নিজেদের মধ্যে কোয়ালিটি সময় কাটাতে তাঁরা কখনও পাড়ি দিচ্ছেন সমুদ্র সৈকতে, কখনও আবার নতুন নতুন রীতিনীতি মেনে অন্দরমহলেই ভিকির সঙ্গে একান্তে ক্যাট। না, কেবল প্রেম জুড়েই ক্যাটের আধিপত্য নয়, সম্প্রতি ভিকি কৌশল জানালেন, তাঁর মনের কোণে জায়গা করে নিয়েছে ক্যাট তাঁর স্বভাবের জন্যও। বর্তমানে প্রতিটা পদে পদে ক্যাটরিনা ভিকিকে অনুপ্রাণিত করে।

প্রতিটা কাজে, সিদ্ধান্তে তার পাশে থাকে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা কথা বলতে পছন্দ করেন না তাঁরা। প্রেমপর্বও রেখেছিলেন গোপণেই। বিয়ের পরও খুব একটা এই নিয়ে তাঁর চর্চা করেন না। রাজকীয় বিয়ে নিয়েও ছিল রাখঢাক তুঙ্গে। তারই মাঝে ভাইরাল হয়ে উঠেছিলেন সেলেবস্টার। ভিকি কৌশল প্রতিটা পদে পদে প্রমাণ করেছিলেন, ঠিক কতটা ভালবাসেন তিনি ক্যাটকে, প্রকাশ্যে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব, তবে ক্যাটই যে তাঁর বাড়ির বউ হবে, সেই বিষয় স্পষ্ট ছিল না কিছুই। যদিও ভবিষ্যতে  ভিকির প্রেমেই আস্থা রাখলেন ক্যাট, প্রশংসায় পঞ্চমুখ উড়ি স্টার।